স্মার্ট কার্ড পাননি? দেখুন স্মার্ট কার্ড কীভাবে পাবেন

পুরাতন ভোটাররা তাদের ১০ আঙ্গুলের ছাপ ও চোখের রেটিনা স্ক্যানের বায়োমেট্রিক তথ্য প্রদান করে স্মার্ট কার্ড পেতে পারে। আপনার যদি লেমেনেটিং জাতীয় পরিচয় পত্র থেকে থাকে তাহলে দেখুন স্মার্ট কার্ড কিভাবে পাবেন এবং কখন পাবেন।

সময়ের সাথে তালমিলিয়ে আমাদের দেশেও স্মার্ট জাতীয় কার্ড বা স্মার্ট জাতীয় পরিচয় পত্র চালু হয়েছে। ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ সকল নাগরিকদের স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

সিমের মতো মাইক্রো চিপ বিশিষ্ট স্মার্ট আইডি কার্ড ব্যক্তি সম্পর্কে ৩২টি বায়োমেট্রিক ও সনাক্ততকারি তথ্য সংরক্ষন করে। স্মার্ট কার্ড ব্যাবহারে ফলে নাগরিক সেবা অনেক সহজ এবং দ্রুত হয়েছে। স্মার্ট কার্ডে Micro Chip থাকার ফলে প্রযুক্তি ব্যাবহার করে নিমিষই সকল তথ্য বের করা যায়।

স্মার্ট কার্ড কিভাবে পাবেন

স্মার্ট কার্ড তৈরী হলে তা সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে স্থানান্তর করা হয়। উপজেলা নির্বাচন অফিস থেকে স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন। গ্রামে বা এলাকা ভিত্তিক স্মার্ট কার্ড বিতরণ ক্যাম্পেইন করে গ্রাহকের কাছে স্মার্ট আইডি কার্ড প্রদান করা হয়।

২০১৯ সালের আগের ভোটারগণ স্মার্ট আইডি কার্ড পেতে হলে পুনরায় বায়োমেট্রিক তথ্য প্রদান করে স্মার্ট কার্ড পেতে পারেন। চোখের রেটিনা স্কেন ও হাতের দশ আাঙুলের ছাপ দিয়ে স্মার্ট কার্ডের আবেদন করতে হয়।

যারা ২০১৯ সালের আগে ভোটার নিবন্ধন করেছেন তাদের সবাই প্রিন্টেড লেমেনেটিং করা আইডি কার্ড পেলেও, অনেকেই স্মার্ট কার্ড পায়নি। প্রথম দিকের নরমাল আইডি কার্ডে শুধু দুই আঙ্গুলের ছাপ, ছবি ও স্বাক্ষর ছিলো। যদি কারো পুরাতন এনআইডি কার্ডে ভুল থাকে তা হলে আইডি কার্ড সংশোধন আবেদন করে তথ্য পরিবর্তন করে নতুন স্মার্ট আইডি কার্ড নিতে পারবে।

যেহেতু স্মার্ট কার্ডে দশ আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট, চোখের রেটিনা, ডিজিটাল সাইন এবং থাম প্রিন্ট সংগ্রহ করা হয়, তাই আপনার নরমাল আইডি থেকে স্মার্ট আইডি কার্ড পেতে হলে এই সব বায়োমেট্রিক ডাটা আবার প্রদান করতে হবে।

স্মার্ট কার্ড প্রস্তুত করণ একটি ব্যয়বহুল প্রক্রিয়া। তাই ব্যক্তির একক আবেদনে স্মার্ট কার্ড প্রদান করা হয় না। জেলা কিংবা উপজেলা ভিত্তিক স্মার্ট কার্ড বিতরন কর্মসূচির মাধ্যমে এলাকা / গ্রামে গ্রামে আইডি কার্ড বিতরণ করা হয়। স্মার্ট কার্ড হাতে না পাওয়া পর্যন্ত আপনি চাইলে অনলাইন থেকে আইডি কার্ড ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।

স্মার্ট কার্ড কখন পাবেন চেক করুন

যারা এখনো স্মার্ট আইডি কার্ড হাতে পাননি তারা পরবর্তী স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচিতে স্মার্ট কার্ড পাবেন। আর যদি কোনো কারণে আপনার স্মার্ট কার্ড তৈরি হওয়া সত্ত্বে গ্রহণ করতে না পারেন তাহলে উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে স্মার্ট আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন।

এলাকা ভিত্তিক স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচি চলাকালীন কোন ব্যক্তি যদি তার স্মার্ট কার্ডটি গ্রহণ করতে না পারে তাহলে কিছু ক্ষেত্রে সেই স্মার্ট কার্ডটি (ভোটার আইডি কার্ড) মেম্বার কিংবা চৌকিদারের কাছে দিয়ে যাওয়া হয়। সাধারণত অবিতরণী আইডি কার্ডগুলো উপজেলায় ফেরত নিয়ে যায়।

তাই আপনি যদি সঠিক সময়ে স্মার্ট কার্ড বিতরণী কার্যক্রম থেকে আপনার স্মার্ট কার্ড টি সংগ্রহ করতে না পারেন তাহলে স্থানীয় উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে আপনার স্মার্ট আইডি কার্ড সংগ্রহ করুন।

আপনার স্মার্ট কার্ড দিয়ে প্রস্তুত হয়েছে কিনা কিংবা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে কিনা সেটি স্মার্ট কার্ড কখন পাবেন চেক করার মাধ্যমে জানতে পারবেন। কোন স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা সেটা জানার উপায় দুটি-

  • অনলাইনে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক
  • SMS এর মাধ্যমে তথ্য যাচাই

অনলাইনে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক

আপনার স্মার্ট কার্ড প্রস্তুত হয়েছে কিনা জানার জন্য স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে হবে। স্মার্ট কার্ড কখন পাবেন চেক করার জন্য www.services.nidw.gov.bd ভিজিট করে স্লিপ নাম্বার / NID নাম্বার ও জন্মতারিখ দিয়ে স্মার্টকার্ড বিতরণের তারিখ জানুন। চেক করার পর স্মার্ট কার্ড স্ট্যাটাস complete দেখালে, সেটি কোথা থেকে সংগ্রহ করতে হবে তাও উল্লেখ থাকবে।

আর যদি আপনার স্মার্ট কার্ড প্রস্তুত না হয় তাহলে স্মার্ট কার্ড স্ট্যাটাস ইনকমপ্লিট দেখাবে। সে ক্ষেত্রে আপনাকে পরবর্তী সময় আবার Smart Card Status Check করে স্মার্ট কার্ড কবে পাবেন জেনে নিতে হবে।

SMS এর মাধ্যমে স্মার্ট কার্ডের স্ট্যাটাস জানার জন্য SC স্পেস NID স্পেস দিয়ে ১৭ সংখ্যার এনআইডি নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। আর যাদের এনআইডি ১৩ ডিজিটের তাদের এনআইডির নম্বরের প্রথমে জন্ম সাল যোগ করে ১৭ সংখ্যার বানিয়ে নিতে হবে।

স্মার্ট কার্ড কবে পাবেন সেটি এসএমএসের মাধ্যমে জানার জন্য যে ফরমেটে SMS পাঠাতে হবে তা নিচে দেওয়া হল

SC NID 1991xxxxxxxxxxxxx Send to 105

যারা নতুন ভোটার হয়েছেন কিন্তু আইডি কার্ড এখনো পাননি তারা ফরম নাম্বার অর্থাৎ ভোটার স্লিপ দিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে পারবেন। সেটি করার জন্য SC লিখে স্পেস দিয়ে F লিখে স্পেস দিয়ে নিবন্ধন স্লিপের ফরম নম্বর লিখে স্পেস দিয়ে D লিখে স্পেস দিয়ে জন্ম তারিখ লিখে ১০৫ নম্বরে পাঠিয়ে দিন।

SC F NIDFNxxxxxxxxx D dd-mm-yyyy send to 105

স্মার্ট কার্ডের প্রয়োজনীয়তা

একজন প্রাপ্তবয়স্ক নাগরিকের জাতীয়তার গুরুত্বপূর্ণ প্রমাণপত্র হচ্ছে আইডি কার্ড বা স্মার্ট আইডি কার্ড। দেশের প্রতিটি সরকারি কিংবা বেসরকারি কাজে স্মার্ট জাতীয় পরিচয় পত্রের প্রয়োজন হয়।

নতুন পাসপোর্ট আবেদন কিংবা ব্যাংকে একাউন্ট খোলা থেকে শুরু করে প্রত্যেকটি অফিসিয়াল কাজে স্মার্ট আইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয় পত্রের গুরুত্ব অপরিসীম। স্কুল, কলেজ কিংবা চাকরির ক্ষেত্রে বাংলাদেশের নাগরিক প্রমানে আইডি কার্ডের প্রয়োজন।

করনা টিকা নিবন্ধন, ট্রেনের টিকেট কাটা আরো কিংবা ভোট প্রদান সহ বেশ কিছু নাগরিক সেবা গ্রহণ করতে স্মার্ট কার্ডের ভূমিকা অপরিসীম।

নতুন সিম ক্রয় করতে প্রয়োজন স্মার্ট আইডি কার্ডের নাম্বার। আপনার জন্ম সাল দিয়েই জেনে নিতে পারবেন আপনার আইডি কার্ড দিয়ে কয়টি সিম নিবন্ধন করা। বিকাশ, রকেট এবং নগদের মতো জনপ্রিয় মোবাইল ব্যাংকিং একাউন্ট খুলতে জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন।

স্মার্ট কার্ড বিতরণ সম্পর্কিত প্রশ্ন উত্তর – FAQS

স্মার্ট কার্ড কবে পাবো?

আপনি যদি ২০১৯ কিংবা তারপরে ভোটার হওয়ার জন্য আবেদন করেন তাহলে স্মার্ট আইডি কার্ড পেয়ে যাওয়ার কথা। আপনার আইডি কার্ড প্রস্তুত হয়েছে কিনা সেটি স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করে জেনে নিতে পারেন। আর যদি প্রথম দিকের ভোটার হয়ে থাকেন তাহলে স্মার্ট কার্ডের জন্য যখন তথ্য হালনাগাদ করার পর স্মার্ট কার্ড পাবেন।

স্মার্ট কার্ড সংগ্রহ করতে কি কি লাগে?

আইডি কার্ডের জন্য আবেদন জমা দেওয়ার সময় যে ফরম নাম্বার বা ভোটার স্লিপ দেওয়া হয়, স্মার্ট কার্ড সংগ্রহ করার সময় সেটি সাথে করে নিতে হবে।

স্মার্ট আইডি কার্ড কিভাবে পাবো?

স্মার্ট আইডি কার্ড পাওয়ার জন্য আপনাকে তেমন কিছুই করতে হবে না। বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক যখন স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচি চালু হবে তখন ঘোষণা করে আপনার এলাকায় স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

আমার স্মার্ট কার্ড অন্যজন গ্রহণ করতে পারবে?

নির্বাচন কমিশনের নীতি অনুসারে একজনের জাতীয় পরিচয় পত্র অন্যজন গ্রহণ করতে পারবে না। স্মার্ট কার্ড গ্রহণ করার জন্য কিছু ফরমালিটি মানতে হয়। তাই আপনার স্মার্ট কার্ড আপনাকেই সংগ্রহ করতে হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

86 Comments

  1. আমার আই ডি নাম্বার তো ১০ ডিজিটের, অনলাইনে সার্চ করলে কোন তথ্য পাওয়া যায়নি এমনটি দেখায়, কি করব

  2. হ্যালো স্যার আমি ২০১৮ আইডি কার্ড সংশোধন করেছিলাম জন্ম তারিখ এটা কি আমি স্মার্ট কার্ড হিসেবে পাব ১০৫ কল দিলে বলে নির্বাচন অফিস থেকে কার্ডটা সংগ্রহ করেন ওখানে গেলে ওরা বলে স্মার্ট কার্ড নাকি একবার পাবে দ্বিতীয়বার পাবে না এরকম বলে স্মার্ট কার্ড দেয় না এখন আজকে গুগলের মধ্যে নিউজ দেখেছি দেখতেছি সো যারা সংশোধন করেছে তারা নাকি স্মার্ট কার্ড পাবে কোনটা সত্যি কার কথা সত্যি কি আপনাদের নাকি একশো পাঁচ এ কল করলে ওদের নাকি নির্বাচন অফিসের কর্মচারীর কাছে আমি সংশোধন করেছিলাম জন্ম তারিখ অনেক বার গেছি নির্বাচন অফিস ে ওরা বলে স্মার্ট কার্ড আসে নাই দ্বিতীয় কোন কাজ দেবে না সরকার থেকে নাই কোন ঘোষণা হয়নি

    1. আমি ২০২১ সালে ভোটার হইছি,ভুল তথ্য দিয়ে আমি এখন এসএসসি সনদ দিয়ে সংশোধন করতে চেয়েছিলাম কিন্তু, নির্বাচন অফিস সংশোধন করে দেয় নাই,আমি আইডি কাড বাতিল করে নতুন ভোটার হতে চাই,এটা কি সম্ভব হবে,দয়া করে একটু জানাবেন।

  3. হ্যালো স্যার আমি ২০১৮ আইডি কার্ড সংশোধন করেছিলাম জন্ম তারিখ এটা কি আমি স্মার্ট কার্ড হিসেবে পাব ১০৫ কল দিলে বলে নির্বাচন অফিস থেকে কার্ডটা সংগ্রহ করেন ওখানে গেলে ওরা বলে স্মার্ট কার্ড নাকি একবার পাবে দ্বিতীয়বার পাবে না এরকম বলে স্মার্ট কার্ড দেয় না এখন আজকে গুগলের মধ্যে নিউজ দেখেছি দেখতেছি সো যারা সংশোধন করেছে তারা নাকি স্মার্ট কার্ড পাবে কোনটা সত্যি কার কথা সত্যি কি আপনাদের নাকি একশো পাঁচ এ কল করলে ওদের নাকি নির্বাচন অফিসের কর্মচারীর কাছে আমি সংশোধন করেছিলাম জন্ম তারিখ অনেক বার গেছি নির্বাচন অফিস ে ওরা বলে স্মার্ট কার্ড আসে নাই দ্বিতীয় কোন কাজ দেবে না সরকার থেকে নাই কোন ঘোষণা হয়নি

    1. বর্তমানে স্মার্ট কার্ড বিতরন বন্ধ আছে। তবে আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি সকল ভোটার আইডি কার্ড স্মার্ট কার্ড দিয়ে রিপ্লেস করে দিবে। ৩কোটি স্মার্ট আইডি কার্ড বিতরনের প্রস্তাবনে চলছে।

      1. আমি ২০০৮ সালে আই ডি কার্ড পেয়েছি। আমার আই ডি ১৩ ডজিটের। কিন্তু সার্চ দিলে আই ডি ভুল লেখা আসে।

        1. আইডি নাম্বারের পূর্বে জন্ম সাল যুক্ত করে ১৭ সংখ্যা করে ব্যবহার করুন। আশাসরি সমস্যার সমাধান হবে।

  4. আমার NID number 10 ডিজিতের,, সারচ করার পর কোনো তথ্য পাওয়া যায়নি বলে মেসেজ আসে,,, এতে আমি কি করতে পারি????

      1. আসসালামু আলাইকুম। স্যার আমরা আইডি কার্ড ১০ ডিজিটের। চেক করার পর দেখায়।কোনো তথ্য পাওয়া যায় নি।আমি ২০১৯ সালে আইডি কার্ড করেছিলাম।অনলাইন থেকে আইডি কার্ড নামিয়ে রাখছি।কিন্তু এখনো স্মার্ট কার্ড পাই নাই।

        1. আসসালামু আলাইকুম। স্যার আমরা আইডি কার্ড ১০ ডিজিটের। চেক করার পর দেখায়।কোনো তথ্য পাওয়া যায় নি।আমি ২০১৯ সালে আইডি কার্ড করেছিলাম।অনলাইন থেকে আইডি কার্ড নামিয়ে রাখছি।কিন্তু এখনো স্মার্ট কার্ড পাই নাই

      2. চেক করার পর দেখায়। কোনো তথ্য পাওয়া যায় নি। এখন কি করব বলেন।

    1. আমার স্মার্ট কার্ড হারিয়ে গেছে

    1. আমি ২০১৪ সালে ভোটার হইছি,
      কিন্তু এখনো স্মার্ট কার্ড পাইনি।
      এখন আমার করণীয় কি ?

      1. আপনার সমকালীন অন্যরাও না পেয়ে থাকলে অর্থাৎ ঐ হালনাগাতের কেহ না পেলে চিন্তার কারণ নেই। যখন বিতরণ করা হবে পেয়ে যাবেন।

  5. ০২/০৫/2023 তারিখে আমি NID জন্য আবেদন করছি,একনো অনলাইনে আসেনি,আমার পাসপোর্ট রেনুর জন্য ইমারজেন্সি NID প্রযোজন,একন আমার করণীয় কি?

  6. স্মার্ট কার্ড এর ঠিকানা পরিবর্তন করা যায় কি-না? আমার স্মার্ট কার্ড পাওয়া আগেই ঠিকানা পরিবর্তন করা হয়েছে। সে অনুযায়ী এনআইডি পেয়েছি। তাই আমার বর্তমান ঠিকানায় স্মার্ট কার্ড পাওয়া যায় নি। এখন পুবেরঠিকানায় স্মার্ট কার্ড স্মার্ট কার্ড সংগ্রহ করলে পূর্বের ঠিকানা থেকে যাবে। এক্ষেত্রে কি করা যায়?

  7. ভোটার স্লিপ নম্বর হারিয়ে গেলে বা নম্বর ভুলে গেলে কিভাবে স্মিট কার্ড পাওয়া যাবে?

    1. যখন আপনার আইডি কার্ড অনলাইনে চলে আসবে তখন আপনার মোবাইলে SMS দিয়ে তা জানিয়ে দিবে।

      সেই মেসেজে আপনার আইডি কার্ডের নাম্বার উল্লেখ থাকবে। আর NID নাম্বার এবং জন্মতারিখ দিয়ে আপনি আপনার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

      1. অক্টোবর এর দিকে ফিঙ্গার প্রিন্ট এবং সকল ইনফরমেশন দেয়া হয়েছে। জানুয়ারী এর ফার্স্ট উইক এ আমার ভাইয়া sms পেলে ও আমার ID কার্ড এর কোনো sms এখনো পাইনি।
        What Should I do?

        1. ফরম নাম্বার দিয়ে অনলাইনে আইডি কার্ড চেক করুন। কোন তথ্য না পেলে নির্বাচন অফিসে যোগাযোগ করুন।

    1. চাকরি না থাকলে এভাবে হাত না পেতে nidbd.org তে রাইটার হিসেবে কাজ করুন।

    1. কমেন্ট করার জন্য ধন্যবাদ। তবে এভাবে না বলে এডমিনকে মেনশন দিলে ভালো হতো। উক্ট কমেন্ট ডিলিট করা হয়েছে।

  8. আমার একটা আইডি কার্ড ডাউনলোড হচ্ছে না,,শুধু নাম্বার পেয়েছি,,, এটার সমস্যা হচ্ছে।

  9. আমার আইডি কার্ডে নামের একটি অংশ আসেনি,যেটা সার্টিফিকেটে আছে।আইডি কার্ড সংশোধন করা হয়নি,এখন স্মার্ট কার্ড কি সংশোধন করা যাবে?এইক্ষেত্রে আমার কি করণীয়?

    1. স্মার্ট কার্ড হাতে পেয়ে থাকলে নতুন করে এখন স্মার্ট কার্ড পাবেন না। কারন স্মার্ট কার্ড বিতরন আপাতত বন্ধ।

      তবে যদি স্মার্ট কার্ড না পেয়ে থাকেন তা হলে সংশোধন আবেদন করুন। আইডি কার্ড সংশোধন হলে, সংশোধিত আইডি কার্ডের অনলাইন কপি ব্যবহার করতে পারবেন। পরে যখন স্মার্ট কার্ড বিতরণ করা হবে তখন সঠিক তথ্যের সাথে কার্ড আসবে।

  10. আমার স্মার্ট কার্ডটি হারিয়ে গেছে,আমি কি ভাবে স্মার্ট কার্ড পাবো???

  11. হারিয়ে যাওয়া স্মার্ট কার্ড কি নতুন করে তোলা যাবে?

  12. Sir amar smart card jokhon dei tokhon ami jete pari ni pore Ami nirbachon office a jai smart card nite tokhon amay bole amar card naki teder Kase nei akhon Ami ki korte pare ?

  13. আমার বাবা মারা গেছে পায় অনেক বছর আগে উনার কোন পরিচয় পত্র বা সার্টিফিকেট আমাদের কাছে নেই এখন বর্তমানে আমি আমার জন্য অনলাইনে জন্ম নিবন্ধন করতে পারছি না এখন আমি কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন করতে পারি

  14. ২০১৬ সালে একবার নিয়ম করেছিলো ১৬ বছরের উপরে যারা তারাও জাতীয় পরিচয় পত্রের আবেদন করতে পারবে.. তখন আমি আবেদন করেছিলাম.. আমাকে গোলাপি রঙের একটা স্পেশাল স্লিপ দিয়েছিলো.. তারপর গত ২০১৯ এর নির্বাচনের কিছুদিন পর আমার বাবা নির্বাচন অফিস থেকে অস্থায়ী কার্ডটি সংগ্রহ করেছিলো.. এখন পর্যন্ত আমার স্মার্ট কার্ডের জন্য আংগুলের ছাপ বা রেটিনা স্ক্যান কিছুই করা হয় নি এবং কবে হবে এমন কোনো তথ্যও পাই নি.. গতবছর নভেম্বরে আবার তথ্য হালনাগাদ করা শুরু হলে সেখানে কথা বলার পর জানুয়ারীতে যোগাযোগ করতে বলা হয়েছিলো..কিন্তু কাউকেই পাওয়া যায় নাই.. এখন আমার করনীয় কি?

  15. Ami onek age NID songshodon korte dieci online bat kuno sms pacci na Ami ancolik nirbacon office giecilam se khane bolece 15 din pore sms asbe ta 2 mas hoye jacce kuno sms pacci na Ami akhon ki Kore pabo

  16. ভাইজান, নির্বাচন অফিস থেকে আমাকে সোনালী ব্যাংকের চালান দিয়ে আসতে বলেছে কিন্তু অনলাইনে আমার Nid complete দেখাচ্ছে।তবুও কি আমাকে ব্যাংক চালান দিয়ে নির্বাচন অফিস থেকে Smart card নিতে হবে?

    1. স্মার্ট কার্ড স্ট্যাটাস কপ্লিট দেখানোর সাথে সাথে বক্স নাম্বার এবং আপনার কার্ড বিতরণের স্থান উল্লেখ থাকে (নির্বাচন অফিসের নাম)। উল্লেখিত অফিস থেকে কার্ড সনহ্রহ করুন।

  17. ভাই আমি নতুন বোটার ২০২৩ আমাদের স্মার্ট কাড কবে পাব একটু বলবেন প্লিজ

  18. আমি 2016 সালে আইডি কার্ডের জন্য দশ আঙুলের ছাপ ছবি সব কমপ্লিট করেছি। কিন্তু এখন পর্যন্ত কোন আইডি কার্ডে পাইনি ।আমাকে প্লাস্টিকের কার্ড টি ও দেওয়া হয়নি ।স্মার্ট কার্ড হয়নি। অনলাইনে কার্ডের কপি ডাউনলোড করেছি । নির্বাচন কমিশন অফিসে গেলে ওরা শুধু বলে কার্ড এখনো আসেনি । এত দিন হয়ে গেল কার্ড আসেনি এখন কি করবো । দয়া করে উত্তর দিবেন

    1. একক আবেদনের কোন স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে না। ইসি যখন স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু করবে তখন পাবেন।

  19. আবার স্মার্ট এনআইডি কার্ড হারিয়ে গেছে আমি বর্তমানে অনলাইন থেকে একটা নরমাল আইডি কার্ড নামে লিমিটিং ব্যবহার করছি আমি কি পরবর্তীতে আবার এন আই ডি স্মার্ট কার্ড পেতে পারি জানালে খুশি হব

  20. 2019 নাকি 2009 বুঝা যাচ্ছেনা । স্পষ্ট করে লিখুন / অন্য কোন স্পষ্ট ফন্ট ব্যবহার করুন ।

    1. আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ। 2019 বলা হয়েছে স্যার।

  21. আস্সালামুলাইকুম ভাই, আমার জন্য নিবন্ধনে মৃত্যু দেখায়, এটা কি ভাবে সংশোধন করবো

    1. আপনার ইউনিয়ন পরিষদে এ বিষয়ে কথা বলুন। ইউনিয়ন সচিব একটি লিখিত আবেদন জন্ম ও মৃত্যু নিবন্ধক কার্যালয়ে পাঠালে এটি সমাধান হয়ে যাবে।

  22. স্মার্ট কার্ডের জন্য অনলাইনে কিভাবে এপ্লাই করব?

    1. আবেদন করে স্মার্ট কার্ড পাওয়া যায় না। নির্বাচন কমিশন যখন আপনার এরিয়ার স্মার্ট আইডি কার্ড প্রিন্ট করবে তখন এলাকা ভিত্তক Smart card বিতরণ করবে।

  23. আমার অনলাইন থেকে ডাউনলোড করা ভোটার আইডি কার্ড আছে কিন্তু ভোটার স্লিপ কই রাখছি খুঁজে পাচ্ছি না। ভোটার স্লিপ ছাড়া কি স্মাট কার্ড তুলতে পারবো না।

  24. চেক করার পর দেখায়। কোনো তথ্য পাওয়া যায় নি। এখন কি করব বলেন।

    1. তার মানে আপনার স্মার্ট আইডি কার্ড তৈরি হয়নি। তৈরি হলে বিতরণ করা হবে, এর জন্য আপনাকে কিছুই করতে হবেনা।

  25. আমি 2015 সালে ভোটার হয়েছি কিন্তু এখন ও স্মার্ট কার্ড পাইনি এখন আমি কি করবো