এনআইডি কার্ড Match Found সমস্যার সমাধান
আপনার সম সময়ে ভোটার আইডি নিবন্ধন করে বাকি সবাই জাতীয় পরিচয়পত্র পেয়ে গেছে! কিন্তু আপনার NID Card এখনো আসেনি অথবা আইডি কার্ড আছে কিন্তু সেটি দিয়ে SIM উঠানো, বিকাশ, নগদ কিংবা কোন ব্যাংক একাউন্ট খোলা যাচ্ছেনা। এই ধরনের সমস্যা সাধারণত NID Match Found এর কারণে হয়ে থাকে।
আপনি নিয়ম মেনে একবার ভোটার হতে গিয়ে যদি এই সমস্যার সম্মুখীন হন তাহলে চিন্তার কোন কারণ নেই। স্থানীয় নির্বাচন অফিসে আবেদন করে এই সমস্যার সমাধান করা যায়। সমস্যা হবে তাদের যারা একের অধিক ভোটার হতে চেষ্টা করে। আপনি এনআইডি ম্যাচ ফাউন্ড সমস্যায় পরে থাকলে আজকের দেখানো নিয়ম অনুসারে এটি সমাধান করতে পারবেন।
যারা একবার ভোটার হওয়ার পরেও আবার নিবন্ধন করতে চায় তাদের আইডি কার্ড, সার্ভার অটোমেটিক “Afis Status: MATCH_FOUND” দেখিয়ে ব্লক করে রাখে। একজন নাগরিক কেবল মাত্র একবার ভোটার নিবন্ধন করতে পারবে। একাধিক ভোটার হওয়া দন্ডনিয় অপরাধ।
আইডি কার্ড Match Found হওয়ার কারণ
একজন ব্যক্তির NID Card এর তথ্যের সাথে অন্য জনের তথ্যের মিল পাওয়া গেলে বাংলাদেশ নির্বাচন কমিশনের NID Server এটিকে MATCH_FOUND হিসেবে ডিটেক্ট করে। ব্যক্তির নাম, পিতা মাতার নাম এবং জন্ম তারিখ সার্ভারে থাকা অন্য কারো সাথে হুবহু মিলে যায় তা হলে এই সমস্যাটি হয়।
তাছাড়া আপনার হাতের আঙ্গুলের ছাপের সাথে অন্য কারো হাতের ছাপের মিল পাওয়া গেলেও এনআইডি কার্ড Match Found সমস্যা দেখা যায়। নতুন ভোটারের হাতের ছাপ নেয়ার পর সেগুলো সার্ভারে থাকা সকল ছাপের সাথে ক্রসম্যাচ করে চেক করা হয়। তাই নতুন ভোটারের হাতের ছাপ পুরাতন কারো ছাপের সাথে মিলে গেলে সেটি MATCH_FOUND হিসেবে গণ্য হয়।
কেউ কেউ তাদের আইডি কার্ডে ভুল থাকার কারনে সেটি সংশোধন না করে নতুন করে আইডি কার্ড করে ফেলবে এই চিন্তা থেকে নতুন ভোটার আবেদন করে। কিন্তু একজন ব্যক্তির একাধিক ভোটার আইডি কোন ভাবেই সম্ভব না। আইডি কার্ডে ভুল থাকলে এনআইডি সংশোধন আবেদন করে তা ঠিক করা যায়।
ফলে দ্বিতীয় বার আবেদনকারী তার আইডি কার্ড পায় না, আর Match Found ব্যক্তির যদি আইডি কার্ড থেকেও থাকে সেটি অকার্যকর হয়ে যায়। এই nid ব্যবহার করে বিকাশ, রকেট, নগদ একাউন্ট খোলতে পারেনা, সিম কার্ড উত্তোলন করতে পারবে না এমনকি ব্যাংকিং করতে পারেনা।
Match Found হলে কি কি সমস্যা হয়
NID Card Match Found হলে এনআইডি সার্ভার সেটি ব্লক করে দেয়। সেই জাতীয় পরিচয় পত্র দিয়ে কোন কাজ করা যায় না। আমাদের চলার পথে যে সব কাজে ভোটার আইডি প্রয়োজন সে সব কাজ আর করা সম্ভব হয় না। আইডি কার্ডে ম্যাচ ফাউন্ড হলে যেসব সেবা থেকে বঞ্চিত হতে হয়-
- নতুন SIM রেজিস্ট্রেশন অথবা পুরাতন সিম উত্তোলন
- ভোটার তালিকায় নাম না থাকা
- বিকাশ, নগদ, রকেট সহ সকল মোবাইল ব্যাংকিং
- ব্যাংক একাউন্ট খোলা
- পাসপোর্ট আবেদন
- ড্রাউভিং লাইসেন্স
এই তালিকার বাহিরেও আরো বেশ কিছু সেবা গ্রহন করতে আমাদের জাতীয় পরিচয় পত্রের প্রয়োজন হয় ম্যাচ ফাউন্ড (Match_Found) সমসার কারণে এসব কিছু থেকে বঞ্ছিত হতে হয়। কিন্তু কারো জাতীয় পরিচয় পত্র বিতরণের সময় আইডি কার্ডের মালিক না পেলে সেটি নির্বাচন অফিসে ফেরত নিয়ে যায়। তাই আপনার আইডি কার্ড হাতে না পেয়ে থাকলে অনলাইনে nid card staus চেক করে দেখতে পারেন।
এনআইডি Match Found সমস্যার সমাধান
আইডি কার্ডের MATCH_FOUND সমস্যা সমাধানের জন্য থানা/উপজেলা নির্বাচন কমিশন অফিসে একটি আবেদন জমা দিতে হবে। নির্বাচন কমিশনের কর্মকর্তা আপনার তথ্যের সত্যতা যাচাই করে সঠিক হলে Match Found সমস্যার সমাধান করে দিবে।
এই সমস্যা সমাধান করতে নির্বাচন অফিসে কিছুটা সময় লাগতে পারে। Match Found সমস্যার তাড়াতাড়ি সমাধান পেতে হলে, আবেদনটি ২টি কপি করে উপজেলা নির্বাচন অফিসে জমা দিবেন, ১ কপি এই অফিসে রাখে দিবে বাকি কপি ফরওয়ার্ডিং এর জন্য প্রস্তুত করে ঢাকা আগারগাঁও নির্বাচন কিমিশন হেড অফিসে জমা দিবেন।
এভাবে করলে সাথে সাথে অথবা ২-৩ দিনের মধ্যে আপানার এনআইডি কার্ডের Match Found সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আপনি যদি আগে একবার আইডি কার্ডের জন্য আবেদন করে থাকেন অথবা আপনার একটি NID card থাকা সত্ত্বেও আবার নতুন আইডির জন্য আবেদন করতে গিয়ে এই সমস্যায় পরেন, তাহলে সমাধানের বিপরিতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হতে পারে।
ভোটার নিবন্ধনের পর যদি ম্যাচ ফাউন্ডের কারনে আইডি কার্ড না আসে তাহলে উপরের দেখানো নিয়ম অনুসরণ করে MATCH_FOUND বাতিলের আবেদন করতে পারবেন। এই আবেদনের একটি অনুলিপি MS word file আকারে আপলোড করা হয়েছে। নিচের বাটনে ক্লিক করে Doc ফাইলটি ডাউনলোড করে সেটি নিজের তথ্য অনুসারে পূরণ করে নিবেন।
ম্যাচ ফাউন্ড আবেদন ফিলাপ করে সেটির দুই কপি প্রিন্ট করে নিবেন। তারপর আপনার স্থানীয় নির্বাচন অফিসে সেটি জমা দিবেন। আবেদনের কার্যক্রম তরান্বিত করতে অথবা খুব আর্জেন্ট হলে আবেদনের অন্য কপিটি নিয়ে আগারগাও অফিসে জমা দিবেন।
নতুন SIM রেজিস্ট্রেশন (GP, BL) er somoy finger print not match dekhasse.
finger diye Smart NID niechi 3 moths age.
ai problem kano hosse?
ai problem er somadhan ki please bolben.
TIA
হয়ত আপনার আইডি কার্ডের MATCH_FOUND সমস্যা হয়েছে, আর নয়ত আইডি কার্ডে মৃত স্ট্যাটাস হয়ে আছে। আপনি আপনার উপজেলা নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন।
আসসালামুয়ালাইকুম ভাই আমার একট আইডি কার্ড আছে কিন্তু Lock Flag হয়েছে এখন কি করা উচিত
NID NO:5124978569 date of birth:17Aug 2005
আমি আগারগাঁও নির্বাচন অফিসে আবেদন করে এসেছি এবং উপজেলা নির্বাচন অফিসে আবেদন করেছি দুই বছর হয়েছে কোন কাজ হয়নি।
ফরম নং: 35531456
আমি ২০১৯ সালের ভোটার। আমার ম্যাচ ফাউন্ড আসছে।
ম্যাচ ফাউন্ড সমাধানের আবেদন করার ৩ বছর হয়েছে তাও কোন সমাধান পাইনি
প্রথমে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আপনার আবেদনের আপডেট জানবেন। সেখানে সন্তোষজনক সমাধান না পেলে আগারগাঁও নির্বাচন অফিসে যোগাযোগ করে সমাধান করতে নিতে পারবেন।
আমার এনআইডি ওটো ম্যাচ ফাউন্ড হয়ছে প্লিজ আমাকে একটু হেল্প করবেন।।
ধন্যবাদ এরকম একটা মূল্যবান তথ্য দেওয়ার জন্য
আমার একটা এন আই ডি কার্ডে এইরকম আসতেছে এখন কি করার উচিত আমার
Status checked
Afis Status NO_MATCH
Lock Flag Y
Voter No 221279000326
আশা করি উত্তরটা দিলে উপকারিতা হব
প্রথমে ১০৫ নাম্বারে কল করে আপনার সমস্যাটি বলুন, এনআইডি হেল্পলাইন থেকে সমস্যা বিশ্লেষণ করে যথাযথ পরামর্শ দেওয়া হবে। আপনার পরবর্তী কাজ হবে পরামর্শ অনুসারে সমস্যার সমাধান করা। আপনাকে হয়তো উপজেলা/থানা নির্বাচন অফিসে যেতে হতে পারে।
I truly appreciate this post. I’ve been looking all over for this! Thank goodness I found it on Bing. You’ve made my day! Thank you again!