হারানো স্মার্ট কার্ড যেভাবে পাবেন
জাতীয় পরিচয়পত্র একজন নাগরিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। আর সেটি যদি হয় স্মার্ট আইডি কার্ড তাহলে বলার অপেক্ষা রাখেনা। স্মার্ট কার্ড হারিয়ে গেলে করনীয় গুলো এবং কি কি পদক্ষেপ নেওয়া উচিত তার সঠিক গাইডলাইন।
নির্বাচন কমিশন একজন নাগরিককে একবার স্মার্ট কার্ড প্রদান করে থাকে। স্মার্ট কার্ড হারিয়ে গেলে করনীয় কি এবং পুনরায় এটি পাওয়ার সুযোগ রয়েছে কিনা এবিষয়ে বিস্তারিত জানতে চলেছি।
স্মার্ট কার্ড হারিয়ে গেলে করণীয়
আপনার স্মার্ট কার্ডটি হারিয়ে গেলে প্রথমেই থানায় একটি সাধারণ ডায়েরি (GD) করতে হবে। হারারনোর স্থান উল্লেখ করে স্থানীয় পুলিশ স্টেশনে সাধারণ ডায়েরি লিখবেন। আইডি কার্ডটি কোথায়, কবে, কখন হারিয়েছেন সেটি উল্লেখ করতে হয়। GD করার সময় আপনার নাম, ঠিকানা এবং হারানোর তারিখ উল্লেখ করুন।
চুরি হয়ে যাওয়ার খেত্রেও থানায় জিডি করতে হয়। এনআইডি কার্ড হারিয়ে গেলে জিডি কিভাবে লিখতে হয় তা না জেনে থাকলে জিডি করার নিয়ম দেখুন।
জিডি কপিতে যে পুলিশ কর্মকর্তা আপনার জিডি গ্রহন করেছে তার নাম, পদবি, স্বাক্ষর, জিডি নাম্বার এবং থানার সিল থাকতে হবে। এখন আপনি জিডির একটি কপি থানায় জমা দিয়ে আরেকটি কপি আপনার সাথে করে নিয়ে আসবেন।
আইডি কার্ড রি-ইস্যু
আমাদের আইডি কার্ড দুই ধরনের ১. নরমাল আইডি কার্ড এবং ২. স্মার্ট আইডি কার্ড। নরমাল আইডি কার্ড কাগজের প্রিন্ট ও তার উপর লেমেনেটিং করা থাকে। আর স্মার্ট আইডি কার্ড প্লাস্টিকের তৈরি চিপসেট সম্বলিত এবং আধুনিক।
আইডি কার্ডের মধ্যে যেমন রকম ভেদ রয়েছে তেমনি সেগুলো রি-ইস্যু অর্থাৎ পুনারায় পাওয়ার প্রক্রিয়া ভিন্ন। নরমাল আইডি কার্ড হারিয়ে গেলে অনলাইনে রিইস্যু আবেদন করে, ২৩০ টাকা ফি জমা দেওয়ার এক সপ্তাহের মধ্যে আইডি কার্ড অনলাইনে চলে আসে। তখন অনলাইনে থেকে আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করে সেটি লেমেনেটিং করে নিলেই ব্যবহার উপযুক্ত হয়ে যায়।
স্মার্ট কার্ড হারিয়ে গেলে কিভাবে পাবো
হারানো স্মার্ট আইডি কার্ড পেতে হলে বাংলাদেশ নির্বাচন কমিশনের আগারগাঁও হেড অফিসে সরাসরি উপস্থিত হয়ে স্মার্ট আইডি রি ইস্যুর আবেদন করতে হবে। আবেদন করার সময় আবেদনের সাথে অবশ্যই আপনার জিডি কপি জমা দিতে হবে।
প্রথমে আপনাকে নির্বাচন কমিশন অফিসের জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের স্মার্ট কার্ড বিতরণী অথবা রিইস্যু বিভাবে আপনার আবেদন জমা দিবেন। আবেদনের সাথে জিডি কপি, আপনার আইডি কার্ডের নাম্বার ও জন্ম তারিখ উল্লেখ করুন।
স্মার্ট আইডি কার্ড পুনঃমুদ্রনের জন্য নির্ধারিত ফি জমা দিন। আপনি আইডি কার্ডটি সাধারণ সময়ে নাকি জরুরী ভিত্তিতে পেতে চান তার উপর রি ইস্যু ফি নির্ভর করবে।
আবেদন গ্রহন করার পর আপনাকে একটি তারিখ দেয়া হবে, সে তারিখে আপনি আপনার আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন। তাছাড়া আপনার আইডি কার্ড প্রস্তুত হয়ে গেলে আপনার মোবাইল নাম্বারে SMS করে জানিয়ে দেয়া হবে।
বিঃদ্রঃ স্মার্ট কার্ড পুনঃমুদ্রন প্রক্রিয়া সব সময় চালু থাকে না। বর্তমানে হারানো স্মার্ট আইডি কার্ড রি-ইস্যু অর্থাৎ পুনঃমুদ্রণ প্রক্রিয়া চলমান কিনা সেটি ১০৫ নাম্বারে কল করে নিশ্চিত হয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
যারা আইডি কার্ডের আবেদন করেছেন কিন্তু এখন কার্ড হাতে আসেনি আপনারা স্মার্ট কার্ড বিতরণ হয়েছে কিনা। স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করে দেখে নিন কখন কার্ড পাবেন।
আপনাদের আগে থেকেই সচেতন হওয়া উচিত এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যত্ন সহকারে সংগ্রহ করা উচিত, তা না হলে আপনাকেও এই রকম ঝামেলায় পরতে হতে পারে।