কে কত ভোট পাচ্ছে দেখা যাচ্ছে Smart Election অ্যাপে

নির্বাচন চলাকালীন সময়ে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে কোন প্রার্থী কত ভোট পাচ্ছে তা জানতে পারবেন। প্রতি দুই ঘন্টা অন্তত অন্তর ভোট কার্যক্রমের সর্বশেষ অবস্থা আপডেট করা হবে এই Smart Election ম্যানেজমেন্ট অ্যাপে।

সকাল 10:00 টায় একবার দুপুর 12:00 টায় এবং বিকাল 2:00 টার সময় সকল আসনের ভোট কাস্টিং তথ্য অ্যাপের মধ্যে আপডেট করা হবে। এভাবে সময় সময় ভোটের অগ্রগতি আপডেটের ফলে আমরা হাতে থাকা মোবাইলের মাধ্যমে জানতে পারবো।

দ্বাদশ সংসদ নির্বাচকে কেন্দ্র করে বাংলাদেশ নির্বাচন কমিশন Smart Election Management BD নামে অ্যাপলিকেশন প্রকাশ করেছে। Smart Election অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয়ের জন্য রয়েছে। নামের সাথে কাজের মিল রয়েছে এই প্রয়োজনীয় অ্যাপটির।

smart election app update

চিত্র সংগ্রহঃ ecs.gov.bd

ভোটার নাম্বার, ভোটিং সিরিয়াল নাম্বার এবং ভোট কেন্দ্রের নাম ঠিকানা এবং মেপের লোকেশন পাওয়া যাবে এখানে। এখন ভোট দেওয়ার জন্য টোকেন সংগ্রহ করার বদলে অ্যাপ থেকে জেনে নেয়া যাবে voter number এবং সিরিয়াল সহ আরো বিস্তারিত তথ্য।

Operating systemDownload Links
AndroidOpen Play Store
iPhoneApp Store

জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট এবং জন্ম নিবন্ধন সংক্রান্ত সমস্যার সমাধান এবং পরামর্শ জানতে আমাদের সোশ্যাল মিডিয়াতে যুক্ত থাকুন।

Smart Election Management BD ব্যবহার করার নিয়ম

গুগল প্লেস্টোর অথবা অ্যাপ ষ্টোর থেকে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ ইন্সটল করার পর অ্যাপটি ওপেন করলে প্রথমে ভাষা নির্বাচন করতে বলা হবে। বাংলা অথবা ইংরেজি বাছাই করার পর আপনা সামনে এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ ইনপুট করার ফিল্ড চলে আসবে।

সঠিক NID number এবং জন্ম তারিখ লিখে সাবমিট করলে আপনার নির্বাচনী আসন, ভোটার নাম্বার, কেন্দ্রের নাম সহ আরো বেশ কিছু তথ্য প্রদর্শিত হবে।

  • নির্বাচনী আসন
  • ভোটার নাম্বার
  • ভোটিং সিরিয়াল
  • ভোট কেন্দ্রের নাম
  • কেন্দ্রের ঠিকানা (মেপ সহ)
  • নির্বাচনের ফলাফল

কে কত ভোট পাচ্ছে দেখার উপায়

নির্বাচন চলাকালীন সময় প্রতি ২ ঘন্টা পর পর Smart Election BD অ্যাপে ভোটের অগ্রগতির তথ্য আপডেট করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। অ্যাপে ঢুকে “Result” বাটনে ক্লিক করে এই আপডেট তথ্য দেখতে পারবো।

Realtime voting update

ভোটিং শুরু হলে এভাবে কে কত ভোট পাচ্ছে দেখা যাবে। তাছাড়া নির্বাচনী ফলাফল প্রার্থীদের হলফনামা, টেক্স রিটার্নের প্রমান সহ আরো অনেক তথ্য এখানে রয়েছে। আপনিও আপনার ফোনে স্মার্ট নির্বাচন অ্যাপ ইন্সটল করুন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments