NID ফর্ম নম্বর ভুল দেখালে করনীয়

NID ফর্ম নম্বর ভুল দেখালে করনীয় গুলো এবং যাদের সঠিক স্লিপ নাম্বার বসানোর পরেও NID ফর্ম নম্বর ভুল দেখায়, তারা আজকের দেখানোর নিয়ম অনুসারে ভোটার ফরম নাম্বার ব্যবহার করলে আর কোন সমস্যা হবে না।

জাতীয় পরিচয় পত্র ডাউনলোড কিংবা ভোটার তথ্য অনুসন্ধান করার জন্য nid নাম্বার অথবা NID ফর্ম নাম্বার প্রয়োজন হয়। NID Card হাতে পাওয়ার আগ পর্যন্ত ভোটার স্লিপ / ফরম নাম্বার ব্যবহার করে Bangladesh NID Application System একাউন্ট নিবন্ধন এবং যাবতীয় এনআইডি সেবা পাওয়া যায়।

ভোটার ফরম নাম্বার সচরাচর ৮, ৯ কিংবা ১০ সংখ্যার হয়ে থাকে। বর্তমান ভোটার স্লিপ গুলোর নাম্বারের পূর্বে কিছু অক্ষর যুক্ত থাকে। আপনি সঠিক ফরম নাম্বার এবং জন্ম তারিখ দেয়া সত্ত্বেও ভুল দেখালে নিচের নিয়ম আনুসরন করে এর সমাধান করে নিতে পারেন।

কি কি কারণে NID ফরম নাম্বার ভুল দেখায়

NID Wing বা nid services ওয়েবসাইটে নিবন্ধন করার সময় NID ফর্ম নম্বর ভুল দেখানোর বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে আইডি কার্ড অনলাইন হওয়ার পূর্বেই NID Application System একাউন্ট নিবন্ধন করার চেষ্টা করা এবং ভুল ফরম নাম্বার ব্যবহার করা।

nid form error

NID ফরম নাম্বার ভুল দেখানোর কারণসমূহঃ

  • আইডি কার্ড অনলাইনে আসার আগেই চেক করলে
  • ভুল ফরম নাম্বার দিলে
  • ভুল জন্ম তারিখ দিলে
  • বাংলা অক্ষরে লিখলে

নতুন ভোটারদের ক্ষেত্রে এই সমস্যাটি দেখানোর কারণ হচ্ছে জাতীয় পরিচয় পত্র অনলাইন হওয়ার পূর্বেই ইউজার অ্যাকাউন্ট তৈরির চেষ্টা করা। অনলাইনে জাতীয় পরিচয় পত্র আবেদন করার পর কমপক্ষে এক মাস সময় অপেক্ষা করা প্রয়োজন। যখন আইডি কার্ড হয়ে যাবে তখন ব্যক্তির মোবাইলে এসএমএস এর মাধ্যমে তা জানিয়ে দেওয়া হয়।

কখনো কখনো ফরম নাম্বারের ছাপা বা প্রিন্ট ভালো না হওয়ার কারণে সংখ্যাগুলো বোঝা যায় না সে ক্ষেত্রে অনিচ্ছাকৃতভাবে ভুল ফরম নাম্বার ব্যবহার করার ফলে ওয়ার্নিং দেখায়। ভোটার স্লিপের নাম্বারটি নিশ্চিত হয়ে তারপর লিখুন।

কেউ কেউ আবার ফর্ম নাম্বার এবং জন্মতারিখ বাংলায় লিখে যার কারণে কোনো তথ্য না দেখিয়ে ফরম নাম্বার কিংবা জন্ম তারিখে ভুল দেখায়।

জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট এবং জন্ম নিবন্ধন সংক্রান্ত সমস্যার সমাধান এবং পরামর্শ জানতে আমাদের সোশ্যাল মিডিয়াতে যুক্ত থাকুন।

ভোটার স্লিপ নম্বর ভুল দেখালে করনীয়

সঠিক NID ফরম নাম্বার দেওয়ার পরেও যদি স্লিপ নাম্বার ভুল দেখায় তাহলে ভোটার স্লিপে থাকা নাম্বারের পূর্বে NIDFN যুক্ত করে ব্যবহার করুন। ভোটার স্লিপে থাকা নাম্বারটি 591112223 হয় তাহলে এটিকে NIDFN59111223 এভাবে লিখে ব্যবরহার করুন।

আপনার NID ফর্ম নম্বর ৮ সংখ্যার কিংবা ৯ সংখ্যার শুধু নাম্বার হলে উপরে দেখানো নিয়ম অনুসারে ফরম নাম্বারের প্রথমে NIDFN যুক্ত করে তার পর ব্যবহার করুন।

আর যদি ইতোমধ্যে ভোটার স্লিপে NIDFN সহকারে ফরম নাম্বার দেওয়া থাকে তাহলে কিছু করার প্রয়োজন নেই। নিয়ম অনুসারে একাউন্ট নিবন্ধন করেই আইডি কার্ড ডাউনলোড করে ফেলতে পারবেন।

শুধু ফর্ম নাম্বার ভুল প্রবেশ করানো কিংবা ফরম নাম্বারের পূর্বে NIDFN ব্যবহার না করাই ভোটার স্লিপ নম্বর ভুল দেখানোর একমাত্র কারণ নয়। জন্ম তারিখ ভুল ইনপুটের কারণেও এ ধরনের সমস্যা দেখা যায়। তাই জাতীয় পরিচয় পত্র আবেদন করার সময় যে জন্ম তারিখ দেওয়া হয়েছে ঠিক সেটি ব্যবহার করতে হবে।

ফর্ম নম্বর ভুল দেখালে যা করবেন

ফর্ম নম্বর ভুল দেখালে প্রথমেই নিশ্চিত হতে হবে 105 নাম্বার থেকে মোবাইলে জাতীয় পরিচয় পত্র অনলাইন হয়েছে এই প্রসঙ্গে কোন SMS আসছে কিনা। যদি কোন এসএমএস না আসে তাহলে বৃথা চেষ্টা করে কোন লাভ নেই। আইডি কার্ড যদি প্রস্তুত না হয় তাহলে তথ্য দেখাবেন না এটাই স্বাভাবিক।

ভোটার স্লিপে যেহেতু জন্ম তারিখ দেওয়া থাকে না তাই যার ফরম নাম্বার ব্যবহার করছেন তার সঠিক জন্ম তারিখ জেনে তারপর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার জন্য চেষ্টা করুন। ফরম নাম্বার অথবা জন্ম তারিখ যেকোনোটি ভুল হলেই কোন প্রকার তথ্য দেখাবে না।

বাংলাদেশ নির্বাচন কমিশনের নাম্বার ১০৫ থেকে এসএমএস আসার পর সঠিক ফরম নাম্বার এবং জন্ম তারিখ দেওয়ার পরেও ভুল দেখালে আপনি ফরম নাম্বারের সাথে NIDFN যোগ করে NIDFNxxxxxxxx এভাবে লিখে চেস্টা করুন।

NIDFN12345678

এসব কিছু করার পরেও যদি কোন প্রকার তথ্য দেখতে না পান কিংবা ফরম নাম্বার / জন্ম তারিখ ভুল আছে দেখায় তাহলে আপনার উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে এ বিষয়ে আলোচনা করতে পারেন। ফরম নাম্বারে কোন ভুল থাকলে তারা তা সংশোধন করে দিবে।

NID ফর্ম নম্বর ভুল দেখানো সম্পর্কে প্রশ্ন-উত্তর

ফরম নাম্বার সঠিক লিখার পরেও ভুল দেখানোর কারণ কি?

অধিকাংশ ফরম নাম্বার ভুল দেখানোর প্রধান কারন হল শুধু মাত্র ফরমে থাকা নাম্বার ব্যবহার করা। স্লিপে থাকা নাম্বারের সাথে NIDFN যুক্ত করে নিলে এটার সমাধান হয়ে যাবে।

ভোটার ফরম নাম্বার কত সংখ্যার?

ভোটার ফরম নাম্বার কত সংখ্যার হয় এটা নিয়ে অনেকের মাঝে কনফিউশন। হবারই কথা, প্রথম দিকে ভোটার স্লিপে ৮ সংখ্যার নাম্বার থাকতো, তার পর ৯ এবং ১০ সংখ্যার করা হয়। বর্তমানে NIDFN সংযুক্ত ১৩ কিংবা ১৪ সংখ্যার দেখা যায়।

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 Comments