Nid সংশোধন আবেদন বাতিল করার নিয়ম ও ফরম ডাউনলোড
NID সংশোধন আবেদন বাতিল করার প্রয়োজন হলে একটি হাতে লেখা দরখাস্ত অথবা কম্পিউটার প্রিন্ট করা দরখাস্ত উপজেলা নিরবাচন অফিসে জমা দিতে হবে। এই দরখাস্তে যে কারণে Nid সংশোধন আবেদন বাতিল করতে চাচ্ছেন সেটি উল্লেখ করতে হয়।
ভোটার আইডি কার্ডে ভুল থাকার কারণে অনেকেই অনলাইনে NID কার্ড সংশোধন করার আবেদন করি। কিন্তু সেই সংশোধনের আবেদনেও যদি আবার ভুল হয় অথবা সংশোধনের প্রয়োজন না থাকে তাহলে আবেদনটি বাতিল করতে হয়।
NID সংশোধনের আবেদন বাতিল করার সঠিক নিয়ম না জানা থাকলে ভুলের সাথে আরো ভুল যুক্ত হয়ে অনুমোদিত হতে পারে। আবেদন যদি বাতিল করতেই হয় তাহলে সেটি অনুমোদনের আগেই বাতিলের জন্য দরখাস্ত করতে হবে।
আপনি যদি আপনার এনআইডি সংশোধন আবেদন বাতিল করতে চান, তাহলে এই পোস্টে আবেদন বাতিল করার ফরম pdf, Word file এবং টেক্সট আকারে পেয়ে যাবেন। আপনি শুধু আপনার নাম, NID নাম্বার, জন্ম তারিখ এবং আবেদন বাতিলের কারণ পরিবর্তন করে দিবেন।
NID সংশোধন আবেদন বাতিল করার নিয়ম
NID সংশোধন আবেদন বাতিল করতে হলে উপজেলা নির্বাচন কমিশন অফিসে একটি লিখিত এপ্লিকেশন জমা দিতে হবে। এপ্লিকেশনে আপনার নাম, এনআইডি নাম্বার, জন্ম তারিখ এবং সংশোধন আবেদন বাতিল করার কারণ উল্লেখ করে নির্বাচন কমিশন অফিসারের বরাবর দরখাস্ত দাখিল করুন।
ভোটার আইডি সংশোধন আবেদন বাতিল করার জন্য দরখাস্তটি একটি A4 সাইজের কাগজে মার্জিত ভাষায় নিজের হাতে অথবা কম্পিউটারে টাইপ করে লিখতে পারেন। তারপর এই লিখিত আবেদন নির্বাচন কমিশন অফিসে জমা দিন।
নির্বাচন কমিশন অফিসের কর্মকর্তা আপনার আবেদন জমা নিবে এবং বাতিলের কারণ যথার্থ হলে সেটি বাতিল করে দিবে। সংশোধন আবেদন বাতিল হলে আপনার মোবাইলে SMS আসবে অথবা আপনি অনলাইনে NID Service ওয়েব সাইটের মাধ্যমে দেখতে পাবেন।
Nid সংশোধন আবেদন বাতিলের দরখাস্ত
আপনি চাইলে নিচে দেওয়া দরখাস্ত কপি করে প্রয়োজনীয় তথ্যগুলো পরিবর্তন করে জমা দিতে পারেন। অথবা নমুনাটি অনুসরণ করে একইভাবে একটি দরখাস্ত লিখে ফেলতে পারেন।
তারিখ: ১০/০৫/২০২৪
বরাবর,
উপজেলা নির্বাচন অফিসার,
মেঘনা, কুমিল্লা
বিষয়: NID সংশোধন আবেদন বাতিল করার আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে আমি কামাল হোসেন, পিতা: জামাল হোসেন, গ্রাম/মহল্লা: আমতলি, ডাকঘর: তালতলি, জেলা: মেঘনা, বিগত ১১/০১/২০২৪ তারিখে অনলাইনে আমার ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করেছিলাম। আমার NID নম্বর ০১২৩৪৫৬৭৮৯০, জন্মতারিখ: ২১/০২/২০০১ ইং। আমার আবেদনটি অনলাইনে এখনো অনুমোদিত হয়নি।
যে সমস্যার কারণে আমি এনআইডি সংশোধনের আবেদন করেছিলাম তা সমাধান হয়ে যাওয়ার কারণে এখন আমি এনআইডি কার্ড সংশোধনের আবেদনটি বাতিল করতে ইচ্ছুক।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, NID সংশোধন আবেদনটি বাতিল করে আমাকে বাধিত করবেন।
বিনীত নিবেদক –
নাম: কামাল হোসেন
NID: ১২৩৪৫৬৭৮৯০
মোবাইল: ০১৫১২৩৪৫৬৭৮
Nid সংশোধন আবেদন বাতিল ফরম pdf
আপনাদের সুবিধার জন্য Nid সংশোধন আবেদন বাতিল ফরম pdf আকারে যুক্ত করে দিয়েছি। PDF ফাইলটি ডাউনলোড করে নিজের তথ্য দিয়ে ফরম ফিলাপ করে জমা দিতে পারবেন।
আপনি এই PDF ফাইল ডাউনলোড করে প্রিন্ট করে নিবেন। তারপর ফাঁকা স্থান গুলোতে আপনার তথ্য দিয়ে ফিলাপ করবেন। আইডি কার্ডের সাথে মিল রেখে তথ্য গুলো পূরণ করতে হবে, জাতীয় পরিচয় পত্রে আপনার নাম, পিতার নাম, আইডি নাম্বার যেভাবে আছে ঠিক তাই লেখতে হবে।
ভোটার আইডি সংশোধন আবেদন বাতিল করার ফরম লেখা হয়ে গেলে এটি নির্বাচন কমিশন অফিসে জমা দিতে হবে। আমাদের দেখানো সঠিক নিয়মে দরখাস্ত করলে আপনার Nid সংশোধন আবেদন কেন্সেল করে দিবে।
Nid সংশোধন আবেদন বাতিল ফরম MS Word file
প্রতিটি কম্পিউটারে Microsoft Office ইন্সটল করা থাকে, তাই আবেদন বাতিল করার ফরমটির একটি word file অর্থাৎ doc ফাইল দিয়ে দেওয়া হলো। এটি ডাউনলোড করে ms word এই ফরমটি ওপেন করুন, তারপর আপনার তথ্য বিসিয়ে প্রিন্ট করে নিন।
আমাদের দেওয়া রেডিমেট টেমপ্লেট ব্যবহার করলে আপনাকে কষ্টকরে হাতে লিখতে হবে না। এখন শুধু কম্পিউটারে টাইপ করে আপনার নাম, পিতার নাম সহ যা যা পরিবর্তন দরকার তা পরিবর্তন করে প্রিন্ট করে নিলেই দরখাস্ত জমা দেয়ার জন্য প্রস্তুত।
নোটঃ সংশোধন আবেদনের ক্যাটাগরির উপর নির্ভর করে কিছু কিছু আবেদন উপজেলা নির্বাচন অফিসে বাতিল করা যায় না। এই ধরনের আবেদন বাতিল করার জন্য জেলা নিবাচন কমিশন অফিসে দরখাস্ত করতে হয়। তাছাড়া আইডি কার্ডে আমুল পরিবর্তন করতে সেটি সরাসরি নির্বাচন কমিশনের মহা পরিচালকের অনুমোধন প্রয়োজন হয়।
ক্যাটাগরি | বিষয় | দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি |
---|---|---|
ক এবং ক১ | নাম সংশোধন (বানান জনিত ভুল) | উপজেলা নির্বাচন অফিস |
খ এবং খ১ | বয়স সংশোধন (১-৪ বছর) | জেলা নির্বাচন অফিসার |
গ এবং গ১ | বয়স সংশোধন ৪ বছরের বেশি | আঞ্চলিক নির্বাচন অফিস |
ঘ | জটিল / আমুল পরিবর্তন | মহা পরিচালক |
FAQ
NID সংশোধন আবেদন বাতিল করতে কত টাকা লাগে?
NID সংশোধন আবেদন বাতিল করতে কোনো প্রকার টাকা জমা দিতে হবে না। আবেদন বাতিল করার জন্য লিখিত আবেদন জমা দিলেই হয়।
কতদিনের মধ্যে ভোটার আইডি সংশোধন আবেদন বাতিল করতে হয়?
আইডি কার্ড সংশোধনের আবেদন করার পর আনুমোদিত হতে ৭ দিন থেকে ৪৫ দিন পর্যন্ত সময় লাগে। তাই আবেদন বাতিল করতে হলে এই সময়ের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব ভোটার আইডি সংশোধন আবেদন বাতিল করার দরখাস্ত করতে হবে। আনুমোদন হয়ে গেলে পরে বাতিলের সুযোগ থাকবে না।
NID সংশোধন আবেদন বাতিল হতে কত সময় লাগে?
NID সংশোধন আবেদন বাতিল হতে কত সময় লাগে এটি নির্দিষ্ট ভাবে বলা সম্ভব নয়। আপনার বাতিলের আবেদনের ক্যাটাগরি অনুসারে ১দিন থেকে ৭দিন সময় লাগতে পারে। কখনো কখনো এর থেকেও বেশি সময় লাগতে পারে।
অনলাইনে NID সংশোধন আবেদন বাতিল করা যায়?
অনালিনে আইডি কার্ড সংশোধনের আবেদন করা গেলেও সেটি বাতিল করতে উপজেলা কিনবা জেলা নির্বাচন অফিসে দরখাস্ত দিতে হয়। অনলাইনে ID সংশোধন আবেদন বাতিল করা যায় না।