নতুন ভোটার হওয়ার জন্য আবেদন | New NID Application

অনলাইনে নতুন ভোটার হওয়ার আবেদন করতে https://services.nidw.gov.bd/ এখানে ভিজিট করে আপনার নাম, জন্ম তারিখ, ক্যাপচা এবং মোবাইল নাম্বার দিয়ে একটি একাউন্ট রেজিস্ট্রেশন করুন।তারপর ব্যক্তিগত তথ্য, ঠিকানা ও অন্যান্য তথ্য দিয়ে ভোটার নিবন্ধন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে সাবমিট করুন।

অনলাইনে ভোটার আবেদন ফরম সম্পন্ন হলে আবেদন কপি ডাউনলোড করুন। এখন ডাউনলোড করা আবেদন ফরমটি এবং প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে আপনার স্থানীয় নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করুন। আবেদনের জটিলতা কমাতে ডকুমেটস গুলো সত্যায়িত করে নিতে পারেন।

আপনার আবেদন এবং কাগজপত্র যাচাই-বাছাই করে আঙ্গুলের ছাপ এবং চোখের রেটিনা স্কিন বায়োমেট্রিক ডাটা সংগ্রহ করার জন্য ডাকা হবে। সবকিছু ঠিক থাকলে আঙ্গুলের ছাপ এবং চোখের রেটিনা স্কিনের দুই সপ্তাহের মধ্যে অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে পারবেন। আমার জাতীয় পরিচয়পত্র টি অনুমোদন হলে মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

নতুন ভোটার আইডি কার্ড করার প্রক্রিয়াটি সারাংশ রূপে দেখে নিয়েছি। এখন চলুন সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন করতে হবে তা ধাপে ধাপে দেখা যাক । Online voter application করার আগে নতুন ভোটার নিবন্ধন আবেদনের শর্ত এবং নতুন ভোটার হতে কি কি লাগে তা সম্পকে জানা জরুরী।

নতুন ভোটার হওয়ার শর্ত

নতুন জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদন করার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। আবেদন ফরম পূরণ করতে হলে ভোটার আবেদনের যোগ্য হতে হবে।

  • বয়স ১৬ বছর বা তার বেশি হতে হবে
  • অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে
  • কখনো NID নিবন্ধন করেনি

অর্থাৎ নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করতে হলে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে তার সাথে সাথে বয়স সর্বনিম্ন ১৬ বছর পূর্ব থেকে কোন জাতীয় পরিচয়পত্র থাকা যাবেনা। এখানে ১৬ বছর শুনে কেউ কেউ কফিউসড হতে পারেন, তবে ষোল বছর বয়সেই NID Card এর জন্য অনলাইনে আবেদন করা যায় এবং জাতীয় পরিচয় পত্রের pdf পাবেন।

১৮ বছর হওয়ার আগে আপনি কোন সিম কার্ড নিবন্ধন করতে পারবেন না। নির্বাচনের সময় ভোট দিতে পারবেন না, অর্থাৎ ভোটার তালিকায় আপনার নাম আসবে না। যখনই আপনার ১৮ বছর পূর্ণ হবে তখন স্বয়ংক্রিয় ভাবে সব কিছু ঠিক হয়ে যাবে এবং সব কিছুই করতে পারবেন।

নতুন ভোটার হওয়ার নিয়ম

বাংলাদেশী নাগরিক ২টি উপায় নতুন ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারে

  • অনলাইনে ভোটার নিবন্ধন আবেদন
  • সরাসরি নির্বাচন অফিসে গিয়ে
  • ভোটার হালনাগাতের সময়

নতুন ভোটার হওয়ার জন্য কয়েক বছর আগেও উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ভোটার নিবন্ধন ফরম পূরণ করে জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদন করতে হতো। আবার ৫ বছর অন্তর অন্তর সরকারি উদ্যোগে এলাকা ভিত্তিক নতুন ভোটার নিবন্ধন ক্যাম্পেইন চলে।

আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে নতুন ভোটার হয়ার জন্য অনলাইনে আবেদন করার পদ্ধতি সম্পকে জনা। যাতে করে কোনো প্রকার ঝামেলা ছাড়া ঘরে বসে নিজেই নিজের ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারেন।

অনলাইনে নতুন ভোটার হওয়ার আবেদন

অনলাইনে ভোটার আবেদনের প্রধম ধাপে services.nidw.gov.bd সাইটে অ্যাকাউন্ট নিবন্ধন করতে হবে। অনলাইনে আবেদন করতে একাউন্ট রেজিস্ট্রেশন পেজে চলে যান। আবেদন ফরমে আপনার নাম, জন্মতারিখ ও ক্যাপচা পূরণ করে “বহাল” বাটনে ক্লিক করুন।

অনলাইনে নতুন ভোটার আইডি আবেদন
অনলাইনে নতুন ভোটার আইডি আবেদন

ধাপ ১. অ্যাকাউন্ট নিবন্ধন

অনলাইনে ভোটার আবেদনের প্রধম ধাপে services.nidw.gov.bd সাইটে অ্যাকাউন্ট নিবন্ধন করতে হবে। সরাসরি আবেদন পেজে চলে যেতে একাউন্ট রেজিস্ট্রেশন পেজে চলে যান। আবেদন ফরমে আপনার নাম, জন্মতারিখ ও ক্যাপচা পূরণ করে “বহাল” বাটনে ক্লিক করুন।নতুন অ্যাকাউন্ট নিবন্ধন।

ভোটার আইডি অ্যাকাউন্ট নিবন্ধন
ভোটার আইডি অ্যাকাউন্ট নিবন্ধন

আপনার অ্যাকাউন্টের জন্য একটি সচল নাম্বার দিয়ে তা ভেরিফাই করতে বলা হবে। পরবর্তী সময়ে আপনার জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ডের বিভিন্ন আপডেট মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। পরবর্তী সময়ে আপনার NID Account লগইন করার সময় এই নাম্বারে ওটিপই পাঠাবে।

মোবাইল নাম্বার ভেরিফিকেশন

এখন মোবাইল নাম্বার ভেরিফিকেশন ধাপে আপনাকে একটি বাংলাদেশ মোবাইল নাম্বার ইনপুট করতে বলা হবে। নাম্বারটি প্রবেশ করিয়ে বার্তা পাঠান বাটন চাপলে কাঙ্খিত মোবাইল নাম্বারে ৬ সংখ্যার OTP চলে যাবে।মোবাইল নাম্বার ভেরিফিকেশন

মোবাইল নাম্বার ইনপুট
মোবাইল নাম্বার

প্রথমবারে আপনার ফোনে OTP না গেলে পুনরায় পাঠান বাটনে চেপে আরেকটি কোডের জন্য রিকোয়েস্ট করতে পারেন। নেটওয়ার্ক সমস্যা কিংবা সার্ভারের ত্রুটির কারণে মাঝেমধ্যে মেসেজ আসতে দেরি হতে পারে।

ছয় সংখ্যার ভেরিফিকেশন কোড চলে আসলে তা OTP ঘরে বসিয়ে বাটনে ক্লিক করুন। সঠিক ওটিপি দিয়ে সাবমিট করার পর আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাবে।

ইউজারনেম ও পাসওয়ার্ড বাছাই করুন

পরবর্তী সময়ে আপনার একাউন্টে প্রবেশ করার জন্য একটি Username এবং Password সেট করতে হবে। খেয়াল রাখতে হবে ইউজারনেমটি যেনো ইউনিক হয়। ভবিষ্যতে আপনার একাউন্টে প্রবেশ করে আইডি কার্ড ডাউনলোড সংশোধন করতে এই ইউজারনেম এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।

ইউজারনেম ও পাসওয়ার্ড সেট
ইউজারনেম ও পাসওয়ার্ড সেট করুন

ইউজারনেম কমপক্ষে ৮ ডিজিটের হতে হবে। আপনার ইউজারনেম ইউনিক করার জন্য ইংরেজি অক্ষরের পাশাপাশি সংখ্যা ব্যবহার করতে পারেন। যদি Username Already Exists দেখায় তা হলে আপনার ইউজারনেম টি পরিবর্তন করে ইউনিক করার চেষ্টা করুন।

Note: আপনার এই ইউজারনেম এবং পাসওয়ার্ড কোথাও লিপিবদ্ধ করে রাখুন। কারন পরবর্তী সময়ে এই ইউজারনেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে আইডি কার্ড ডাউনলোড করতে হবে।

ধাপ ২. ব্যক্তিগত তথ্য দিয়ে প্রোফাইল সম্পন্ন করুন

নতুন ভোটার হওয়ার জন্য অ্যাকাউন্ট নিবন্ধন হয়ে গেলে আপনার Username এবং Password দিয়ে লগইন করুন। আর ইতমদ্ধে লগইন থাকলে নিচের ছবির মতো একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন।

ব্যক্তিগত তথ্য

NID Server এ আপনার ব্যক্তিগত সাবমিট করতে প্রথমে এডিট বাটনে চাপতে হবে। প্রাথমিক অবস্থায় ফিল্ড গুলোতে লিখার অপশন থাকবে না। যখন এডিটে ক্লিক করবেন তখন সব কটি ফিল্ড ইনপুট নেয়ার জন্য রেডি হবে।

ব্যক্তিগত তথ্য পূরণের ধাপে আপনার নাম (বাংলা), ইংরেজি নাম (স্বয়ংক্রিয় ভাবে হয়ে থাকবে), লিঙ্গ, রক্তের গ্রুপ জন্ম নিবন্ধন নম্বর, জন্মতারিখ (স্বয়ংক্রিয় ভাবে হয়ে থাকবে) এবং জন্মস্থা বাছাই করতে হবে।

ব্যক্তিগত তথ্য পূরণ
ব্যক্তিগত তথ্য পূরণ

অ্যাকাউন্ট তৈরি করার সময় নিজের নাম ইংরেজি যেভাবে দেওয়া হয়েছে এবং জন্ম তারিখ যা দেয়া হয়েছে তা অটোমেটিক হয়ে যাবে এটি চাইলেও পরিবর্তন করা যাবে না।

যদি অ্যাকাউন্ট তৈরি করার সময় নিজের ইংরেজি নামে কিংবা জন্ম তারিখে কোন ভুল দিয়ে থাকেন তাহলে এ একাউন্ট বাতিল করে নতুন মোবাইল নাম্বার ব্যবহার করে সঠিক তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করুন।

পিতার তথ্য

নিজের তথ্য ফিলাপ করার পর পিতার তথ্য দিতে বলা হবে। এখন পিতার নাম (বাংলায় ও ইংরেজি) এবং পিতার এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে। পিতার ভোটার নাম্বার চাইলে দিতে পারেন, এটি ঐচ্ছিক।

  • পিতের নাম বাংলায় (আবশ্যিক)
  • পিতার নাম ইংরেজি (আবশ্যিক)
  • পিতার NID Card নাম্বার (অপশনাল)
  • পিতার ভোটার নাম্বার (অপশনাল)
  • মৃত্যুর সন (মৃত হলে)

পিতা মৃত হলে পিতার তথ্যের সাথে মৃত লিখায় টিক মার্ক দিয়ে মৃত্যু সন লিখে দিতে হবে। যে সব তথ্যের সাথে লাল (*) দেয়া আছে সে ঘর অবশ্যই পূরণ করতে হবে।

পিতা মতার তথ্য পূরণ
পিতা মতার তথ্য পূরণ

মাতার তথ্য

একই ভাবে মাতার তথ্য পূরণ করতে হবে। পিতার মাতার তথ্যের ক্ষেত্রে বাংলা এবং ইংরেজি নাম দেয়া আবশ্যিক। এনআইডি নাম্বার ও ভোটার নাম্বার দেয়া অপশনাল। তবে NID Card নাম্বার দিয়া রাখা ভালো। আর মৃত হলে অবশ্যই মৃত্যুর সাল লিখতে হবে।

মায়ের তথ্য পুরনে যা যা দিতে হবে

  • মাতার নাম বাংলায় (আবশ্যিক)
  • মাতার নাম ইংরেজি (আবশ্যিক)
  • মাতার NID Card নাম্বার (অপশনাল)
  • মতার ভোটার নাম্বার (অপশনাল)
  • মৃত্যুর সন (মৃত হলে)

এভাবে পিতা মাতার তথ্য দিয়ে ফরম পূরণ করতে হবে। জাতীয় পরিচয়পত্র আবেদনের সময় কোন প্রকার ভুল করা যাবে না। আইডি কার্ডে ভুল হলে তা সংশোধন করা ঝামেলা ও সময়ের বেপার এর জন্য ভোটার আইডি সংশোধন আবেদন করতে হয়।

আভিভাবকের তথ্য

আপনার আভিভাবকের তথ্য প্রদান করুন। সাধারনত অভিভাবক হিসেবে পিতা কিংবা মাতার তথ্য দেয়া উচিৎ। আপনার আভিভাবন অন্য কেউ হলে তাও দিতে পারবেন। আপনি আপনার আভিভাবক হিসেবে যার তথ্য দিতে চান তার নাম ও জাতীয় পরিচয় পত্র নাম্বার দিখুন।

এর পরে চলে আসবে বড় ভাই/বোনের তথ্য দেয়ার ফিল্ড। এটি একটি অপশনাল ফিল্ড। চাইলে দিতে পারেন। না দিলেও সমস্যা নেই, এটা খালি রাখতে পারেন।

বৈবাহিক অবস্থা

আপনি অবিবাহিত হলে ড্রপ ডাউন মেনু থেকে অবিবাহিত সিলেক্ট করে দিন। অবিবাহিত হলে আর কোন তথ্য দিতে হবে না। দিবেনই বা কোথা থেকে!

আর যদি বিবাহিত হন তা হলে আপনার স্ত্রী / স্বামীর নাম উল্লেখ করে দিতে হবে। আপনার আকাধিক স্ত্রী থাকলেও তাদের তথ্য দেয়ার আপশন রয়েছে। স্ত্রী মৃত হলে মৃত্যুর সন লিখে দিতে হবে।

তথ্যগুলো লিপিবদ্ধ করা হলে পুনরায় যাচাই করে দেখন কোথাও ভুল হয়েছে কিনা। সব সঠিক থাকলে পরবর্তী বাতনে চাপুন।

ধাপ ৩. অন্যান্য তথ্য

অন্যান্য তথ্যের ঘরে অবশ্যই পূরণ করতে হবে এমন ফিল্ড হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, পেশা এবং ধর্ম। আবেদনকারি কোন প্রকার শারীরিক প্রদিবন্ধি হলে তা  অসমর্থতার ঘরে বাছাই করে দিতে হবে।

শিক্ষাগত যোগ্যতা, পেশা, ধর্ম নির্বাচন
শিক্ষাগত যোগ্যতা, পেশা, ধর্ম নির্বাচন
  1. শিক্ষাগত যোগ্যতা (আবশ্যিক)
  2. পেশা (আবশ্যিক)
  3. ধর্ম (আবশ্যিক)
  4. অসমর্থতা (প্রযোজ্য হলে)
  5. সনাক্তকরণ চিহ্ন (যদি থাকে)
  6. টিন নাম্বার (যদি থাকে)
  7. ড্রাইভিং লাইসেন্স (যদি থাকে)
  8. পাসপোর্ট (যদি থাকে)

আপনি যে পর্যন্ত পড়াশোনা করেছেন তা শিক্ষাগত যোগ্যতা ঘরে লিখতে হবে। শারীরিক প্রতিবন্ধি হলে তা উল্লেখ করে দিতে হবে। জন্মদাগ থাকলে যদি দিত চান তাহলে তার বিবরন লিখে দিন। এভাবে প্রয়োজনীয় তথ্য দিয়ে  এই ধাপটি সমাপ্ত করতে হবে।

ধাপ ৪. ঠিকানা

আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানার তথ্য দিতে হবে। এই ধাপটি গুরুত্ব সহকারে পূরণ করতে হবে। প্রথমেই অবস্থানরত দেশ বাছাই করে দিতে হবে। আমারা যেহেতু বাংলাদেশ থেকে আবেদন করছি তাই অবস্থানরত দেশে বাংলাদেশ বাছাই করবো।

গুরুত্বপূর্ণ বিষয় ভোটার ঠিকানা বাছাই করণ। আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা আলাদা হলে, যে ঠিকানায় ভোটার হতে চাচ্ছেন সেটি ভোটার ঠিকানা হিসেবে টিক দিহ্ন দিয়ে সিলেক্ট করে দিন।

এখানে ভোটার ঠিকানা হিসেবে যেটি বাছাই করবেন সেই ঠিকানায় আপনার ভোটার তালিকায় নাম আসবে। নির্বাচনের সময় এই ঠিকানায় ভোট দিতে হবে।

বর্তমান ঠিকানা

বর্তমান ঠিকানার স্থলে আপনার বর্তমান ঠিকানা বাছাই করুন। চাইলে বর্তমান ঠিকানার স্থানে স্থায়ী ঠিকানাও দিতে পারেন। বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই হতে পারে, তাতে কোন সমস্যা নেই।

তার যদি বর্তমান ও স্থায়ী ঠিকানা ভিন্ন হয় তা হলে আপনার ঠিকানা অনুসারে বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন এসব বাছাই করুন।

বর্তমান ঠিকানা
বর্তমান ঠিকানা

ঠিকানা বাছাই করা সহজ কাজ, বিভাহের ঘরে চাপলে বাংলাদেশের সব গুলো বিভাগ চলে আসবে। আপনি আপনার ঠিকানা আনুসারে আপনার বিভাগ সিলেক্ট করে দিবেন। তার পর জেলাতে চাপলে আপনার বিভেগের জেলা দেখতে পাবেন, তার মধ্য থেকে আপনার জেলাটি বাছাই করে দিন। এভাবে পর্যায়ক্রমে ড্রপ ডাউন মেনু থেকে আপনার ঠিকানা বাছাই করুন।

স্থায়ী ঠিকানা

ঠিক আগের মতই আপনার স্থায়ী ঠিকানার তথ্য দিয়ে এটি পূরণ করুন। ঠিকানা বাছাই করার সময় নিচের পর্যায়ক্রম আনুসরণ করতে পারেন।

  1. বিভাগ
  2. জেলা
  3. উপজেলা
  4. আর.এম.ও
  5. ইউনিয়ন
  6. মৌজা
  7. গ্রাম/রাস্তা
  8. বাসা/হোল্ডিং
  9. পোস্ট অফিস
  10. পোস্ট কোড
  11. ভোটার এরিয়া

আপনার স্থায়ী ঠিকানা আনুসারে যাবতীয় তথ্য দিয়ে এই ফরম ফিলাপ করুন। আপনার সকল তথ্য পূরণ করার পর ভালো করে ভোটার তথ্য যাচাই করুন। সব থিকা থাকলে উপরের ডান দিকের পরবর্তী বাটনে চাপুন।

নতুন ভোটার আবেদন করার জন্য অনলাইনে কোন ডকুমেন্ট আপলোড করতে হয়না। আপনার যে সব কাগজ জমা দিতে হবে তা নির্বাচন কমিশন আফিসে জমা দিতে হবে। তাই এই ধাপটি কিছু না করেই পরবর্তী ধাপে চলে যাবো।

ধাপ ৫. আবেদন সাবমিট

আপনার আবেদন সাবমিট করার জন্য সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আপনার সম্পূর্ণ আবেদনটি নিশ্চিত করে এই ধাপে ফাইনাল সাবমিট করতে হবে।

আবেদন সাবমিট
আবেদন সাবমিট

আপনার যদি মনে হয় কোথাও কোন ভুল করে ফেলেছেন, তা হলে পেছনে নামক বাটনে চেপে পূর্ববর্তি ধাপে যেতে পারবেন। পুনরায় আপনার সঠিক তথ্য দিয়ে আপনার আবেদন চূড়ান্ত সাবমিট করুন।

ধাপ ৬. আবেদন কপি ডাউনলোড

অনলাইনে নতুন ভোটার হয়ার আবেদন সাবমিট হয়ে গেলে আপনার সামনে আবেদন সামারি বা ভোটার আবেদন কপি ডাউনলোডের জন্য একটি বাটন দেখতে পাবেন। ডাউনলোড বাটনে ক্লিক করে আবেদনটি ডাউনলোড করুন।

এই আবেদন কপি প্রিন্ট করে সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আপনার স্থানীয় নির্বাচন কমিশন আফিসে জমা দিতে হবে। উপজেলা নির্বাচন আফিসে আপনি এই ভোটার আবেদন কপি ও নতুন আইডি কার্ড করতে যে সমস্ত কাগজ প্রয়োজন বলা হয়েছে তা জমা দিন।

আপানার আবেদনটি জমা দেয়ার পর আবেদনটি উপজেলা বা জেলা নির্বাচন অফিস যাচাই বাছাই করবে। সব কিছু ঠিক থাকলে আপনাকে বায়োমেট্রিক প্রদানের জন্য ডাকা হবে। 

আবেদনটি যাচাই শেষে আপনার ছবি ও আঙ্গুলের ছাপ (Biometric Information) নেয়ার জন্য ডাকা হবে। ছবি তোলার ১০ থেকে ১৫ দিন পরে আপনার আবেদনটি অনুমোদিত হলেই আপনি অনলাইন হতে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারবেন।

নির্বাচন অফিসে নতুন আইডি কার্ডের আবেদন

অনলাইনে নতুন জাতীয় পরিচয় পত্রের আবেদন প্রক্রিয়াটি কঠিন মনে হলে সরাসরি নির্বাচন কমিশন অফিসে নতুন ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারেন।

ভোটার নিবন্ধন ফরম সংগ্রহ

আপনি যে ঠিকানায় ভোটার হতে চান সে এলাকার উপজেলে নির্বাচন কমিশন অফিসে চলে যান। দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা থেকে নতুন NID কার্ড আবেদন ফরম সংগ্রহ করুন। নতুন ভোটার নিবন্ধন ফরম কে (ফরম-২) নামে ডাকা হয়। ভোটার নিবন্দন ফরমটি দেখতে নিচের ছবির মতো হবে।

ভোটার নিবন্ধন ফরম নমুনা

প্রতিটি ফরমে একটি উনিক ফরম নাম্বার থাকে। এই এই ফরম / স্লিপ নাম্বার ব্যাবহার করে পরবর্তীতে আইডি কার্ড বের করতে হয়। একটি ফরম ফটো কপি করে ব্যাবহার করার সুযোগ নেই। ফটো কপি করলে ফরম দুটি হবে থিকই কিন্তু ফরম নাম্বার একই থেকে যাবে। আর একটি সিরিয়াল নাম্বারে একটি মাত্র ফরম সাবমিট করা যাবে

ভোটার ফরম পূরণ করুন

উপজেলা নির্বাচন কমিশন আফিস থেকে নতুন আইডি কার্ড আবেদন ফরম সংগ্রহের পর এটি সঠিক তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম ভোটার নিবন্ধন ফরম ফটোকপি করে ব্যাবহার করা যাবে না। এখন বলছি নতুন ভোটার ফরম হাতে পেয়ে একটি কপি করে নিবেন। কারণ একটা ফরম শুধু একবারই ব্যাবহার করা যাবে।

তাই কোন কিছু ভুল পূরণ করে ফেললে তা সংশোধন করার সুযোগ নেই। ফরমে কাটাছেড়া করা উচিৎ নয়। যদি আপনার কাছে একই ফরমের ২টি কপি থাকে তা হলে একটি কোন কারণে ভুল লিপিবদ্ধ হয়ে গেলে সেটি বাতিল করে অন্যটি ব্যাবহার করতে পারবেন। এটি আমার বেক্তিগত আভিজ্ঞতা থেকে বলা।

আবেদন ফরম ও কাগজপত্র জমা দেয়া

ভোটার নিবন্ধন ফরম (ফরম-২) সঠিক তথ্য দিয়ে পূরণ করা হয়ে গেলে, প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আপনার উপজেলা নির্বাচন আফিসে জমা দিন। আপনি যদি না জানেন নতুন জাতীয় পরিচয় পত্র আবেদনের সাথে কি কি ডকুমেন্ট জমা দিতে হয়। তা হলে দেখে নিন নতুন আইডি কার্ড করতে কি কি লাগে

ছবি তোলা ও বায়োমেট্রিক তথ্য প্রদান

আপনার আবেদন উপজেলা জমা দেয়া হলে, তা দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আবেদন পত্র এবং জমা দেয়া কাগজপত্র যাচাই বাছাই করবে। সবকিছু ঠিক থাকলে আপনার ছবি তলার জন্য ডাকা হবে। বর্তমানে ছবি তোলা, ফিঙ্গার প্রিন্ট ও চোখের রেটিনা এসব প্রদানের জন্য মোবাইলে SMS করে জানিয়ে দেয়া হয়।

ভোটার আইডি কার্ডের ছবি তোলা ও বায়োমেট্রিক তথ্য দেয়ার জন্য উপজেলা নির্বাচন অফিসে যেতে হবে। সেখানে আপনার ছবি, ১০ আঙ্গুলের ছাপ, চোখের রেটিনা স্ক্যান করবে। এসব বায়োমেট্রিক তথ্য দেয়ার পর আপনার আবেদন আনুমোদনের জন্য NID Server এ চলে যাবে।

জাতীয় পরিচয় পত্র ডাউনলোড

নতুন জাতীয় পরিচয় পত্রের আবেদন অনাইন কিংবা অফলাইন যে ভাবেই করা করা হোক, ছবি তোলতে এবং বায়োমেট্রিক ডাটা দিতে নির্বাচন আফিসে যেতে হয়। আবেদনপত্রে সব কিছু সঠিক থাকলে এবংআবেদনের সাথে জমা দেয়া ডকুমেন্ট গুলো যথাযথ হলে ছবি ও আঙ্গুলের ছাপ দেয়ার ১৫ থেকে ২১ দিনের মধ্যে আবেদন আনুমোদন পেয়ে যায়।

ভোটার নিবন্ধন আবেদন আনুমোদন হয়ে গেলে আপনার মোবাইল নাম্বারে একটি মেসেজ আসবে। যেখানে আপনার আবেদন আনুমোদন হয়েছে এবং সেটি অনলাইন মাধ্যম অথবা নির্বাচন আফিস হতে আপনার জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে বলা হবে।

আইডি কার্ডের আবেদন আনুমোদন হতে কত দিন লাগে?

আইডি কার্ডের জন্য ছবি, হাতের ছাপ ও চোখের রেটিনা এসব তথ্য দেয়ার পর ভোটার আইডি আবেদন সম্পূর্ণ ভাবে সাবমিট করা হয়। আবেদন সাবমিট হবার পর থেকে ২ থেকে ৩ সপ্তাহ সময়ের মধ্যেই আবেদনটি আনুমোদন পেয়ে যায়। তবে নির্বাচন চলাকালীন সময়ে কিছুটা বিলম্ব হতে পারে।

কোন শিক্ষাগত সনদ না থাকলে কি জমা দিবে?

আইডি কার্ডের আবেদনের জন্য যে কোন বোর্ড পরীক্ষার সনদ প্রয়োজন হয়। তবে কেউ যদি পড়াশোনা একেবারেই না করে তাহলে পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স এবং ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ দিয়ে আবেদন করতে পারবে। এ ক্ষেত্রে অতিরিক্ত কিছু কাগজ চাইতে পারে যেমন অঙ্গীকারনামা বা উত্তরাধিকার সনদ।

ভোটার এলাকা কোনটি দিবো?

আপনি যে এলাকায় ভোট দিতে চান সে এলাকা ভোটার এলাকা হিসেবে সিলেক্ট করে দিবেন। আবেদনের সময় ভোটার এরিয়া যা বাছাই করবেন সে এলাকার ভোটার তালিকায় আপনার নাম আসবে। এখানেই আপনাকে ভোট দিতে হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 Comments

  1. I can’t find any option to login by my user ID, what I created few hours ago.
    So, need a option to login by created userID and password for NID application.

    1. My dear Habibullah, just go to services.nidw.gov.bd/nid-pub and scroll down. you can see login option using username and password.

  2. Hi,
    How Can we make NID for a Bangladeshi citizen but residing in other country and if the educational and marriage certificate is issued outside Bangladesh.

    Thank you

  3. আসসালামু আলাইকুম ,আমি Smart Card নিয়েছি কিন্তু সেটায় ভুল আছে ,নাম, বয়স,জন্ম সাল সব গুলি ,আমি কি করতে পারি ? জানালে ‍উপকার হতো । নতুন করে কি ভুটার হব?

    1. একজনের একটি মাত্র আইডি কার্ড করা যায়। আপনার আইডি কার্ডের ভুল থাকেলে সেটি সংশোধনের জন্য আবেদন করতে পারেন।

  4. আমার একটা বিষয় জানার ছিল যদি কেউ বিদেশে থাকে এবং সে এখন দেশে আসতে পারবে না তাহলে তার NID করা যাবে কি? একটু জানাবেন।

    1. আমার একটা বিষয় জানার ছিল যদি কেউ বিদেশে থাকে এবং সে এখন দেশে আসতে পারবে না তাহলে তার NID করা যাবে কি? একটু জানাবেন।

  5. আমার একটা বিষয় জানার ছিল যদি কেউ বিদেশে থাকে এবং সে এখন দেশে আসতে পারবে না তাহলে তার NID করা যাবে কি? একটু জানাবেন।

  6. আপনার আবেদনের (NIDFN1166*****) পরবর্তী ধাপ সম্পন্নের জন্য দয়াকরে আবেদনের কপি ও প্রয়োজনীয় সকল দলিলাদিসহ থানা/উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করুন। – ইসি, বাংলাদেশ।

    এরকম মেসেজ আসছে। অথচ আবেদন এর দিন ই ফিন্গারসহ সব দিয়ে এসেছি। এখন করনীয় কি?

  7. How to rent a car in advance, the advantages and disadvantages of renting a car in advance, and how it will help you on your trip to avoid inconveniences on the spot to plan a carefree vacation .