চালু হচ্ছে ‘পাগল’ স্ট্যাটাসে থাকা এনআইডি কার্ড
NID Card থাকা সত্ত্বেও সেটি দিয়ে প্রয়োজনীয় সেবা যেমন SIM নিবন্ধন, বিকাশ/নগদ কিংবা ব্যাংক একাউন্ট করা যায় না, এমন হয়ে থাকলে বুঝতে হবে আপনার আইডি কার্ডটি “সচল” নেই।
বেশ কিছু কারণে এনআইডি কার্ড ডিএক্টিভ করা থাকে এর মধ্যে দ্বৈত ভোটার, পাগল, বুদ্ধি প্রতিবন্ধী, অপ্রকৃতিস্থ, ম্যাডনেস, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির আইডি কার্ড সার্ভার সিস্টেম থেকে অকেজো করা থাকে। তাছাড়া মৃত ব্যক্তির আইডি কার্ড ডিএক্টিভ করে দেয়া হয়।
নির্বাচন কমিশন(EC) ‘পাগল’ স্ট্যাটাসের আইডি কার্ড গুলো সচল করার উদ্যোগ নিয়েছে। যেসকল ব্যক্তির আইডি কার্ডে ভুলে ‘পাগল’ বা অপ্রকৃতিস্থ দেয়া থাকের কারণে NID card অচল হয়ে আছে তাদের আইডি সচল করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এনআইডি কার্ড অকেজো হওয়ার কারণ
এনআইডি নিবন্ধন করার সময় যদি ভুলক্রমে বুদ্ধি প্রতিবন্ধী, অপ্রকৃতিস্থ, ম্যাডনেস, বিশেষ চাহিদাসম্পন্ন এগুলোর কোনটি নির্বাচন করে আবেদন করা হয় তাহলে আইডি কার্ড অকেজো হয়। যারা প্রকৃত পক্ষেই পাগল অথবা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি তাদের এনআইডি ডিএক্টিভ করা থাকে।
অনেক সময় জনশুমারি (আদমশুমারি) করার সময় ভুলক্রমে জীবিত ব্যক্তির নাম মৃতর তালিকায় উঠে যায়। আর এই সব তথ্য NID Service ডাটাবেসে আপডেট হলে সেই জীবিত ব্যক্তির আইডী কার্ড “মৃত” স্ট্যাটাসের কারণে অকেজো হয়ে যায়।
যে সকল আইডি কার্ড অকেজো থাকে তার একটি লিস্ট দেয়া হলোঃ
- দ্বৈত ভোটার (Double Voter)
- পাগল, বুদ্ধি প্রতিবন্ধী, অপ্রকৃতিস্থ, ম্যাডনেস, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি হলে
- মৃত স্ট্যাটাস
NID নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে এনআইডি একাউন্ট নিবন্ধন অথবা লগইন করার সময় যদি বার বার একই পেজ রিফ্রেশ হয় তাহলে বুঝতে হবে আইডি কার্ডটি অচল।
পাগল স্ট্যাটাসের আইডি বুঝার উপায়
আইডি কার্ডট “পাগল” স্ট্যাটাসের অন্তর্ভুক্ত কিনা সেটি চেক করার জন্য তেমন কোনো টুল নেই। নির্বাচন কমিশনের কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম (CMS) সফটওয়্যারের মাধ্যমে ফিল্টার করে ম্যাডনেস স্ট্যাটাসে থাকা সকল তালিকা দেখা যায়।
যদি NID Service ওয়েবসাইটে সঠিক এনআইডি তথ্য দিয়ে লগইন করার সময় যদি পেজটি বার বার রিফ্রেশ হয় তাহলে বুজতে হবে একাউন্ট অকেজো/বন্ধ আছে। কি কারণে একাউন্ট বন্ধ সেটি নিশ্চিত হতে হলে ১০৫ নাম্বারে ফ্রিতে কল করে বিস্তারিত জেনে নিন।
‘পাগল’ স্ট্যাটাসে থাকা এনআইডি সচল করার নির্দেশনা
ইসির এনআইডি শাখার সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম পাগল স্ট্যাটাসে থাকা এনআইডি সচল করার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে নির্দেশনা পাঠান।
নির্দেশনায় বলা হয়েছে, “বর্তমানে এনআইডি ডাটাবেইজে কিছু সংখ্যক জাতীয় পরিচয়পত্র ম্যাডনেস (পাগল) স্ট্যাটাসে রয়েছে। ভোটার নিবন্ধনের সময় ভুলক্রমে অসামর্থ্য/বিশেষ চাহিদাসম্পন্ন বা ‘অপ্রকৃতিস্থ’ নির্বাচন করার কারণে সেসব ভোটারের স্ট্যাটাস ম্যাডনেস হয়ে যায়। এতে এই স্ট্যাটাসে থাকা জাতীয় পরিচয়পত্রধারী নাগরিকরা সব ধরনের নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
নির্দেশনায় আরও বলা হয়, কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) সফটওয়্যারে ‘স্ট্যাটাস : ম্যাডনেস’ দিয়ে সার্চ করলে উপজেলাভিত্তিক ম্যাডনেস ভোটারদের তালিকা পাওয়া যাবে। এ তালিকা থেকে যেসব জাতীয় পরিচয়পত্র সচল করা প্রয়োজন, সেগুলো সচল করার জন্য পত্রাকারে মহাপরিচালক, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ বরাবর প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”
পাগল থাকা আইডি কার্ড কবে থেকে সচল হবে।৪ বছর ধরে সমস্যায় আছি
প্রতি বছর ফেব্রুযারি মাসে ভোটার তথ্য হালনাগাত ও চুরান্ত ভোটার তালিকা করা হয়। নির্বাচন কমিশন আগামি ভোটার হালনাগাতে আগেই এই কাজগুলো করবে বলে আশা করা যাচ্ছে।
আইডি কার্ডের সমস্যা সমাধানের জন্য একটা অনুরোধ করেছি
আমার আইডি কার্ডের বাংলা লেখা আছে ইকবাল হোসেন ভূইয়া ইংরেজিতে আছে Iqbal Hossain