NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন চেক করুন (1 মিনিটে)
আপনার নামে নিবন্ধিত যেকোনো সিম নাম্বার ব্যবহার করে আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা তা খুব সহজেই বের করতে পারবেন। USSD কোড ডায়াল করে অথবা SMS পাঠিয়েও সিমের নিবন্ধন তথ্য জানা যাচ্ছে।
আপনার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে যদি অন্য কারো সিম রেজিস্ট্রেশন করা থাকে তাহলে, সিম রেজিস্ট্রেশন তথ্য যাচাই করার মাধ্যমে জানতে পারবেন। আপনি চাইলে অপ্রয়োজনীয় সিমগুলো রেজিস্ট্রেশন বাতিল করতে পারবেন।
২০১৫ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশে সর্বপ্রথম বায়োমেট্রিক্স পদ্ধতিতে সিম কার্ড (SIM Card) রেজিস্ট্রেশন চালু করা হয়। এর পূর্বে সিম কার্ড রেজিস্ট্রেশন করার জন্য কোন প্রকার আঙ্গুলের ছাপ কিংবা জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হতো না। বর্তমানে একটি আইডি কার্ড দিয়ে সর্বোচ্চ ১৫ টি SIM (Subscriber Identity Module) রেজিস্ট্রেশন করা যাবে।
তথ্যসূত্রঃ BTRC
একজনের সিম কার্ড অন্যজনের নামে রেজিস্ট্রেশন করার কারণে পরবর্তী সময়ে সিম কার্ডের বিভিন্ন জটিলতা জন্য বিড়ম্বনায় পরতে হয়। তাই আপনার NID Card দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা জানা জরুরী।
সিম নিবন্ধন চেক করার মাধ্যমে যে সকল তথ্য জানা যাবে
- মোট নিবন্ধিত সিমের সংখ্যা
- কোন অপারেটর সিম কয়টি
- নিবন্ধিত / রেজিস্ট্রেশন করা সকল সিমের নাম্বার (আংশিক)
আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে
আইডি কার্ড বা NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা তা জানার জন্য মোবাইলের ডায়াল অপশন থেকে *16001# ডায়াল করুন। তারপর আবার একটি ইনপুট ডায়লগ আসবে, সেখানে আপনার আইডি কার্ডের শেষ 4 ডিজিট টাইপ করে সেন্ড করুন। ১৬০০ থেকে SMS এর মাধ্যমে NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা তার তালিকা জানিয়ে দেয়া হবে।
- মোবাইলের ডায়াল অপশনে যান
- সিম রেজিস্ট্রেশন যাচাই কোড *১৬০০১# ডায়াল করুন
- জাতীয় পরিচয় পত্রের শেষ চার সংখ্যার লিখুন
এই সহজ নিয়মটি অনুসরণ করার মাধ্যমে চেক করতে পারবেন আপনার জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে।
NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন চেক করুন
NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন / নিবন্ধন করা হয়েছে তা চেক করার জন্য কোড ডায়াল করতে হয়। ফোন করার জন্য যেভাবে নাম্বার ডায়াল করতে হয় ঠিক তেমনি *16001# লিখে ডায়াল করতে হবে।
তারপর এই সিমটি যে ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা সে NID নাম্বারের শেষ চারটি সংখ্যা লিখে সেন্ড করতে হবে। প্রদত্ত তথ্য সঠিক হলে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে এই NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন তা দেখানো হবে।
সিম নিবন্ধনের তথ্য সহ SMS টি ১৬০০১ এই নাম্বার থেকে পাঠানো হবে। এসএমএস এর মধ্যে উল্লেখ থাকবে উত্তর জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে মোট কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে। কোন অপারেটর সিম কয়টি এবং সকল সিমের নাম্বার (আংশিক)
সিম কার নামে নিবন্ধন চেক করুন
সিম কার নামে নিবন্ধন করা সেটি চেক করার জন্য *১৬০০১# এই কোড ব্যবহার করতে হয়।
SIM Registration Check Dial Code: *16001#
NID Card যাচাই করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন
এখানে সিমের নাম্বার আংশিক দেখা যাবে বলতে বুঝানো হয়েছে আপনার ভোটার আইডি দিয়ে যতগুলো সিম রয়েছে তার একটি তালিকা দেখতে পারবেন ঠিকই কিন্তু মোবাইল নাম্বারের মাঝের কিছু অংশ হাইড করা থাকবে। আপনি নাম্বার গুলোর প্রথম এবং শেষের ৩ ডিজিট দেখতে পাবেন।
আপনার মোবাইল নাম্বারটি যদি ০১২৫৯৮৫৪৭৫৮ হয় তাহলে সেটি ০১২*****৭৫৮ এভাবে দেখাবে। নিরাপত্তা বজায় রাখার জন্য এরকমটি করা হয়। যদি নাম্বারগুলো আপনি নিবন্ধন করে থাকেন তাহলে অবশ্যই নাম্বারের প্রথম এবং শেষের সংখ্যা দেখে তা বুঝতে পারার কথা।
কোন সিম অপরিচিত মনে হলে বা আপনি ব্যবহার না করে থাকলে সেটি বাতিল করতে পারবেন। অকার্যকর অথবা নষ্ট হয়ে যাওয়া সিম কার্ড গুলো আপনার নিবন্ধন তালিকা থেকে বাতিল করতে পারবেন।
সিম রেজিস্ট্রেশন চেক অনলাইন
আপনার আইডি কার্ড দিয়ে কয়টি সিম নিবন্ধন করা আছে তা জানার জন্য সিম কোম্পানিতে যোগাযোগ করতে হবে না, যেতে হয় না কোন কাস্টমার কেয়ার সেন্টারে। এখন সিম রেজিস্ট্রেশন চেক করুন অনলাইনে ঘরে বসে।
সিম রেজিস্ট্রেশন চেক অনলাইন বা ইন্টারনেট প্রয়োজন নেই। বাটন ফোন কিংবা স্মার্ট যে কোন মোবাইল থেকে ডায়াল কোড ব্যবহার করেই জেনে নিন আপনার নামে নিবন্ধিত সিমের তালিকা।
সিম অপারেটর | ডায়াল কোড |
---|---|
রবি | *16001# |
এয়ারটেল | *16001# |
বাংলালিংক | *16001# |
রবি, এয়ারটেল এবং বাংলালিংক সিমের মালিকানা চেক করার জন্য শুধু কোড ডায়াল করলেই রেজিস্ট্রেশনের তথ্য চলে আসে কিন্তু GP এবং টেলিটক সিমের রেজিস্ট্রেশন চেক করার জন্য ম্যাসেজ পাঠাতে হয়। এই দুটি সিমের ক্ষেত্রে কোন ডায়াল কোড (USSD) নেই।
গ্রামীণফোন এবং টেলিটক সিমের ক্ষেত্রে আপনি মেসেজের মাধ্যমে সিম কার্ড নিবন্ধন চেক করতে পারবেন। গ্রামীণফোনের সিমের মাধ্যমে নিবন্ধন যাচাই করার জন্য গিয়ে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন info এবং পাঠিয়ে দিন 4949 নাম্বারে।
আপনার সিমটি টেলিটক হলে সে ক্ষেত্রে info লিখে 1600 নম্বরে মেসেজ পাঠান। ফিরতি এসএমএসে আপনার আইডি দিয়ে নিবন্ধিত সিমের তথ্য জানানো হবে।
সিম অপারেটর | মেসেজ | নাম্বার |
---|---|---|
গ্রামীণফোন | info | 4949 |
টেলিটক | info | 1600 |
সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম
অনেক সময় অপ্রয়োজনীয় অথবা অকেজো হয়ে যাওয়া সিম কার্ডের রেজিস্ট্রেশন বাতিল করার প্রয়োজন হয়। তাছাড়া আপনারা আইডি কার্ড দিয়ে যদি অন্য কেউ সিম রেজিস্ট্রেশন করে থাকে এবং সেই সিম কার্ড ব্যবহার করে কোন প্রকার অনৈতিক ও অপরাধমূলক কাজ করে তাহলে তার দায়ভার আপনার উপর আসবে।
তাই নিরাপত্তার স্বার্থে এবং সিম কার্ড জনিত নানান জটিলতা এড়াতে অপ্রয়োজনীয় সিমের রেজিস্ট্রেশন বাতিল করা উচিত। তাছাড়া একটি জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে 15 টি সিম নিবন্ধন করা যায়, অপ্রয়োজনীয় সিম দিয়ে এই কোটা শেষ করার কোন মানে হয় না।
আপনি ইতোমধ্যে সিম রেজিস্ট্রেশন চেক করে কোন সিম গুলো প্রয়োজনীয় এবং কোন গুলো অপ্রয়োজনীয় তা চিহ্নিত করে ফেলেছেন। অপ্রয়োজনীয় সিমের তালিকা আপনার নিবন্ধন থেকে বাতিল করার জন্য ওই সিমের কাস্টমার কেয়ার অথবা নিকটস্থ কাস্টমার সার্ভিস সেন্টারে গিয়ে সিমের রেজিস্ট্রেশন বাতিল করার আবেদন করতে পারেন।
সিম নিবন্ধন বাতিল করার উপায়
সিম নিবন্ধন বাতিল করার জন্য যেই অপারেটরের সিমের নিবন্ধন বাতিল করতে চান তাদের কাস্টমার কেয়ারে কল করতে হবে। তারপর সিম টি বাতিল করার কারণ বলে সিম রেজিস্ট্রেশন বাতিল করার আবেদন করুন।
কাস্টমার কেয়ার প্রতিনিধি সিমের প্রকৃত মালিকানা যাচাই করার জন্য আপনার কাছ থেকে কিছু তথ্য জানতে চাইবে, এক্ষেত্রে আপনার নাম, আইডি কার্ডের নাম্বার, পিতা মাতার নাম বা জন্মস্থানের ঠিকানা জানতে চাইতে পারে। সবকিছু ঠিকঠাক এবং সিম বাতিল করার কারণ যথাযথ হলে সিমটি বাতিল করার পরবর্তী ধাপে চলে যাবে।
কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সিমের নিবন্ধন বাতিল করার জন্য ঐ সিম কোম্পানির কাস্টমার কেয়ার সেন্টারে সরাসরি দেখা করার জন্য বলা হবে। কাস্টমার কেয়ার অফিস থেকে সিমের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য সাথে করে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি নিয়ে যেতে হবে।
SIM Registration বাতিল করার কথা বললে কাস্টমার কেয়ার প্রতিনিধি নিজেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং আপনার সিমটি আপনার নিবন্ধন তালিকা থেকে বাতিল করার সব ব্যবস্থা গ্রহণ করবে।
আশা করছি আজকের এনআইডি কার্ড দিয়ে সিম কার্ড চেক করার নিয়ম সম্পর্কিত লেখাটি আপনাদের ভালো লেগেছে। সিমের রেজিস্ট্রেশন যাচাই সম্পর্কে কোন প্রশ্ন থাকলে নিচের উত্তর পর্ব থেকে জেনে নিতে পারেন। তারপরেও জানার কিছু থাকলে কমেন্ট করে জানাতে পারেন।
একটি আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা যায়?
BTRC সর্বশেষ নির্দেশনা অনুসারে একটি এনআইডি / NID দিয়ে সর্বোচ্চ ১৫ টি সিম রেজিস্ট্রেশন করা যাবে। কারো এই কোটা পূর্ণ হয়ে গেলে অপ্রয়োজনীয় / অকেজো সিমের নিবন্ধন বাতিল করে সেটির স্থলে নতুন সিম নিবন্ধন করা যাবে।
আমার আইডিতে কয়টি সিম নিবন্ধন হয়েছে?
আপনার আইডিতে কয়টি সিম নিবন্ধন হয়েছে সেটি জানার জন্য আপনার আইডিতে নিবন্ধিত যে কোন সিম থেকে ডায়াল করুন *১৬০০১# এবং আইডি কার্ডের শেষ চারটি সংখ্যা দিয়ে জেনে নিন আপনার নিবন্ধিত মোট সিমের সংখ্যা ও বিস্তারিত তথ্য।
সিম কোন আইডি দিয়ে নিবন্ধন করা বের করা যাবে?
আইডি কার্ডের নাম্বার জানা থাকলে ওই জাতীয় পরিচয় পত্র দিয়ে কয়টি সিম এবং কোন কোন সিম রেজিস্ট্রেশন করা তা জানা যায়। দুঃখের বিষয় এখন পর্যন্ত শুধু সিম নাম্বার দিয়ে কোন আইডি দিয়ে নিবন্ধন করা সেটি বের করার সুযোগ নেই।
পাসপোর্ট দিয়ে কয়টি সিম ক্রয় করা যায়?
পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স যাই হোক না কেনো, বায়োমেট্রিক পদ্ধতিতে একজন ব্যক্তি সর্বোচ্চ 15 টি সিম কার্ড নিবন্ধন করতে পারবে।
বাংলালিংক সিমের রেজিস্ট্রেশন চেক করার কোড কত?
বাংলালিংক সিমের রেজিস্ট্রেশন চেক করার জন্য ফোনের ডায়াল মেনু থেকে *১৬০০১# ডায়াল করুন।
জিপি সিমের নিবন্ধন চেক করার নিয়ম কি?
জিপি সিমের নিবন্ধন চেক করার জন্য ফ্রিতে এসএমএস পাঠাতে পারেন। এসএমএস এ লিখুন info আর সেটি পাঠিয়ে দিন 4949 নাম্বারে। ফিরতি মেসেজে আপনার আইডি কার্ডের সকল সিমের তালিকা দেখতে পাবেন।
Thank You Bro
আইডি কার্ড দিয়ে সিম রেজিষ্ট্রেশন ফরম টা বাহির করা যাবে কিনা
nid diye regrition sim kibabe pabo
01327231570এইটা কার নামে আছে
এই নাম্বাটা 01932313267 কোন আইডি দেয়ে রেজিস্ট্রেশন করা তা কি দেখতে পাবো
01953868120
আইডি কার্ড দিয়ে সিম রেজিষ্ট্রেশন ফরম টা বাহির করা যাবে কিনা
0176297১67*
আমার আইডি কার্ড দিয়ে কয়টা সিম চালু করব
Amar sim bondo kore dite hobe
সিম
আসসালামু আলাইকুম।
আমার রবি সিম নম্বর বাতিল করতে চাই।
জি রবি সিম নাববার বাতিল
Robi sim kivabe batil krbo
আপনার আইডি কার্ড সাথে নিয়ে রবির কাস্টমার কেয়ারে যোগাযোগ করে সিম কার্ড বাতিল করতে পারবেন।
আমার সিম পোরো কোড দেখবো কীভাবে
আমার জিপি সিম বোলোক হয়ে গেছে সেটা ওঠাতে চাই
আমার সিমটা ব্লক হইছে ভাই কি ভাবে উঠাবে আর।
আমার সিম টি বুল্ক হয়ছে কিভাবে উঠাবো
+8801707458229
সিম কার্ড কয়টি আছে দেখতে চাই।
নিয়ম আনুসারে চেক করে দেখতে পারবেন।
ভোটার আই ডি কার্ডের ছবি কিভাবে পরিবর্তন করব
আমার ইডি কাড দিয়ে কয় টা সিম আছে কেমনে চেক করবো
কিভাবে
Mobaibsoho
Kmne check korbo
আমার আইডি কয়টা সিম আছে
0181৯854*06
হ্যাঁ
আমার কিছু রবি সিম হারিয়ে গেছে বাতিল করতে চাই
ছাঈদ
আই আইডিতে কয়টা সিম উঠানে আছে
আই ডি প্লিস 5506278257
নিয়ম অনুসারে আপনি নিজে নিজে চেক করুন।
আমার পুরো কোড কিভাবে দেখবো
মালেশিয়ায় পাসপোর্ট দিয়ে কয়টা সিম তোলা আছে সেটা চেক করতে চাই যদি বলে দেন।
Amar sim hariye gece
01773077999
Celine Johns
Mauricio Randolph
Nid
বাজার থেকে কিনা সিমের মালিকানা পরিবর্তন করতে চাই কিন্তু কার নামে রেজিস্টার আমার জানা নেই
আমার সিম কার নামে রেজিষ্ট্রেশন আছে কীভাবে জানবো
Pearl Lee
Good luck 🙂
Hannah Sawyer
বাজার থেকে কিনা সিমের মালিকানা পরিবর্তন করতে চাই কিন্তু কার নামে রেজিস্টার আমার জানা নেই
আমার একটি রবি সিম হারিয়ে গেছে নাম্বার মনে নেই । কিভাবে নাম্বার পাব। সিমটি রেজিষ্ট্রেশন করা।
আপনার আইডি কার্ড দিয়ে অন্য কোন সিম রেজিস্ট্রেশন থাকলে, দেখানো নিয়ম অনুসারে চেক করে জানতে পারবেন।
Id card diye koyta sim registration check
7824249093
আমার একটি রবি সিম হারিয়ে গেছে নাম্বার মনে নেই । কিভাবে নাম্বার পাব। সিমটি রেজিষ্ট্রেশন করা
আমি বর্তমান ওমানে অবস্থান করছি। আমি যেই সিম টা ব্যবহার করি সেটা আমার সাথে বাট ওই সিমটা বিভিন্ন বার্থসাটিফিকেট এর ব্যবহার করা আছে,ব্যংকে ও মনে ওই নাম্বার টা।কথা হলো ওই সিমটা এখন অন্য জনে ব্যবহার করছে,এতে কি আমার সমস্যা হবে না।
আমি বর্তমান ওমানে অবস্থান করছি। আমার সিম অন্য জনে ব্যবহার করআে কেনো।
Braian Murtomaa
my brother is live in USA . he asked me to find out if any SIM registration under his NID .
আমি বর্তমান ওমানে অবস্থান করছি। আমার সিম অন্য জনে ব্যবহার করআে কেনো
আমার টা কেউ বের করে দীন4438
আমার একটা বাংলালিংক নাম্বার দরকার ছিল তাই বাংলালিংক এর সিম বিক্রয় কারির কাছতেকে কিন্তুে চাইছি ওনি প্রথমে বিশ টাকা সিমের মূল্য বলছে তাই আমি রাজি হয়ে আমার এনআইডি দিয়ে ওনাকে বলছি আমারে একটা সিম দেন তখন ওনি আমার হাতের ফিঙ্গার নেয় সিম একটিভ করার জন্য পরে ওনি আমায় বলে আরো ৫০ টাকা রিচার্জ করার জন্য তাই আমি সিম কিনতে মানা করি ওনি বলে সমস্যা নাই চলে যান আমি বল্লাম সিম একটিভ হয় নাইত ওনি বলে না তাই আমি চলে আসি আজ এতো দিন পর মনে হলো আমার কয়টা সিম একটু চেক করি এখন দেখি ৬টা কিন্তু আমার কাছে ৫টা আছে এগুলা এয়ারটেল আরোও একটি বাংলালিংক যেটা আমি কখনো আমার হাতে নিয়েও দেখিনি ইয়োজ ও করিনি ঐ নাম্বার টা যানিনা এখন আমার কি করনিয়
আপনার কাছে যে সিমটি অপরিচিত মনে হচ্ছে সেই সিম কম্পানির কাস্টমার কেয়ার অফিসে গিয়ে অপরিচিত সিমটি বন্ধ করে দিতে বলবেন। সাথে আপনার NID Card নিয়ে যাবেন।
আমার টা কেউ বের করে দীন4438
প্রিয় ভাই্
আচ্ছালামু আলাইকুম। আমি আমার NID দিয়ে কয়টি সিম রেজিষ্ট্রেশন করা আছে ত জানতে পারছি না। *16001# ডায়াল করে NID এর শেষ ৪ সংখ্যা দিয়েও কোন কাজ হয় না। প্লিজ হেল্প।
যে সিমটি ব্যবহার করে সিমের রেজিস্ট্রেশন চেক করতে চাচ্ছেন সেটি আপনার আইডি দিয়ে নিবন্ধিত হতে হবে। তাই আপনার আইডি কার্ড দিয়ে যে সিম রেজিস্ট্রেশন করেছেন সেই সিম দিতে বাকি সিমের রেজিস্ট্রেশন চেক করতে পারবেন।
01629951124
Please help
আমার ফোন নাম্বার মনে নাই
এখন পূর্ণ নাম্বার কিভাবে দেখতে পারবো..?
plz sir my sim number chak my nid card number: 597 145 3328
আইডি নামবার বুলেগেছি
ছবিতে একটা ভুল আছে।
কোড :*16001# এর পরিবর্তে *1600# দেওয়া আছে
আমার 01746139995 এই নাম্বারটি কার nid দিয়ে রেজিষ্ট্রেশন করা তা কিভাবে দেখবো
স্যার আমি জানতে চেয়েছিলাম আমার কাছে শুধু আইডি কার্ড আছে কিন্তু সিম নাম্বার গুলো মনে নাই এখন আমি কিভাবে ওই নাম্বারগুলো বের করব তবে।
Same somossa
আমি একটা সিম পাইছি; ওটা কার নামে রেজিষ্ট্রেশন করা আছে কিভাবে জানা যাবে?
Same somossa
Sagorroytow3@gmail.com
01930108935 Sim registration check. Piz help.?
পিলিজ ভাই
ভাই আমার সিমটি কোন আইডি কার্ড দিয়ে খোলা তা আমি জানিনা এখন আমি কি করবো ভাই ভাই আমি অনেক বড় একটা সমস্যার ভিতরে আছি প্লিজ ভাই help me
ছিম কার নামে রেজিষ্ট্রেশন করা সেটা কি ভাবে দেখব
ভোটার আই ডি কার্ডের ছবি পরিবর্তন করব কিভাবে
আমার গ্রামীন সিমে কোন এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আমি খুঁজে পাচ্ছি না দয়া করে আমাকে সাহায্য করুন
01960881271
01762516641
Please help me
Number deya nid card
Please help me
7814418245
আমার আইডি কার্ড হারিয়ে ফেলছি।নাম্বার মনে নাই কিন্তু অই কার্ড দিয়ে সিম তুলেছিলাম।এখন কি আইডি কার্ড নাম্বার বের করা সম্ভব।
আপনার এনআইডি কার্ডের নাম্বার জানতে পারবেন কয়েকটি উপায় অবলম্বন করতে পারেন। প্রথমত আপনার ভোটার সিরিয়াল নাম্বার বা ভোটার নাম্বার জানলে সেটি দিয়ে আইডি কার্ড বের করতে পারবেন। তাছাড়া উপজেলা নির্বাচন কমিশন অফিসে গিয়ে যোগাযোগ ক্লে তারা আইডি কার্ড বের করতে সহায়তা করবে। আইডি কার্ড সম্পর্কে যেকোনো পরামর্শের জন্য nidbdhelp@gmail.com এখানে মেইল করুন।
আমার নামে কয়টা আছে
আপনার নামে কয়টা সিম আছে জানতে উল্লেখিত নিয়ম অনুসারে চেক করুন।
আমার বাংলালিংক নাম্বার টা আমার জানা নাই।।।
Nid তে শো করছে প্রথম কয়েকটা আর লাষ্টে ৩টা ডিজিট শো করছে।
বাাকি গুলো স্টার চিন্হ দেখাচ্ছে।
আমার নাম্বার আমার মনে নাই।।
কিভাবে পুরো নাম্বার দেখতে পাবো।।।।।।
আমার একটা কোড চলে যাচ্ছে অন্য সিমে এখন আমি কি করতে পারি ওই কোডটি জন্য
আমার সিম টি বুল্ক হয়ছে কিভাবে উঠাবো
01302330355
+8801336261260 আমার এই সিম টা কার নামে রেজিষ্ট্রেশন করা আছে দয়া করে আমাকে একটু জানাবেন তাহলে আমার একটু উপকার হবে
আমার গ্রামীন সিমে কোন এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আমি খুঁজে পাচ্ছি না দয়া করে আমাকে সাহায্য করুন
4681798296
নাম্বার দিয়ে কি ভাবে চেক করবো কার নামে সিম রেজিষ্ট্রেশন আছে
আমার এনআইডি কার্ড দিয়ে সিম তোলা আছে সেটা বন্ধ করতে চাই
সরি আমার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম তোলা আছে চেক করতে চাই
01315064960
SiM
Nid da sim Fall nambar
গ্রামীন সিম এন আই ডি কাড বের করার জন্য google হেল্প মি
গ্রামীন সিম নাম্বার 01705740528এনআইডি কার্ড
আমি আমার টেলিটক সিমের ১১ ডিজিটের নাম্বার কি ভাবে বের করবো
01575513596 kar name rgs kora ase
কিভাবে দেখব এয়ারটেল সিম
01982718292
এই নাম্বার কার নামে রেজিস্ট্রেশন করা সেটা জানতে চাই
ভাই একটু কষ্ট করে দেখেন তো আমার এই এনআইডি নাম্বার দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা হয়েছে
এনআইডি নাম্বার 4680604768
আমি ২০০৮ সালে একটি এয়ারটেল সীম ব্যবহার করতাম,১ বছর পর সীম সহ মোবাইল হারিয়ে যায়,নাম্বার টা মনে করতে পারছি না।এখন ওই সীমের পূর্ণাঙ্গ নাম্বার জানতে কি করতে হবে
Network problem please solve
01969191266
3763846106
nid দিয়ে চেক করার পরে মাঝে নম্বর হাইড করা আছে
তাই পুরো নম্বর জানতে পারতেছি না।
জানার উপায় কি জানাবেন
Pliz
আমার NID দিয়ে কয়টি সিম আছে
আমার NID দিয়ে কয়টি সিম আছে
01726256281
সোনিয়া আক্তার নামে কয়টা সিম তোলা আছে জানা দরকার
May Taletik nambar
Rat naw
This is more than just content — it’s nourishment for the heart and mind.
Sim bondo kore dise
Sim bondo hoise kon nid diye tula seta dekhbo
It’s rare to find such warmth and wisdom coexisting so naturally in writing — truly a gift.
Antormridha33