খুব সহজে টোকেন দিয়ে ভোটার আইডি কার্ড বের করুন

আইডি কার্ডের আবেদন করছেন কিন্তু এখনো আপনার এনআইডি কার্ড হাতে পাননি তাহলে এই পোস্টের মাধ্যমে টোকেন দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আর এই কাজটি আপনার মোবাইল দিয়ে ঘরে বসেই করতে পারবেন।

নতুন আইডি কার্ডের জন্য আবেদন করার সময় আবেদনকারীকে একটি টোকেন বা স্লিপ প্রদান করা হয়। ভোটার আইডি কার্ড প্রস্তুত হয়ে গেলে এই টোকেন দিয়ে উপজেলা নির্বাচন অফিস থেকে জাতীয় পরিচয় পত্র সংগ্রহ করতে হয়। বর্তমানে ভোটার স্লিপ বা টোকেন দিয়ে অনলাইন থেকে খুব সহজে আইডি কার্ড বের করা যায়।

টোকেন বা ভোটার স্লিপ কি?

একজন ব্যক্তি যখন বাংলাদেশে ভোটার হওয়ার জন্য আবেদন করে তখন তাকে নতুন ভোটার নিবন্ধন ফরম ফিলাপ করতে হয়। এই ফরমে দুইটি অংশ থাকে ১ম অংশ নির্বাচন অফিস জমা রাখে এবং ২য় অংশটি আবেদনকারীকে দিয়ে দেয়া হয়। আবেদনকারীকে যে ফরম বা এক টুকরো কাগজ দেওয়া হয় সেটি হচ্ছে Voter Slip বা টোকেন।

আরো সহজ ভাবে বলতে গেলে আপনি এনআইডি কার্ডের জন্য আবেদন করার পর যখন ছবি, চোখের রেটিনা স্কেন এবং হাতের ছাপ দিয়ে আসেন তখন আপনাকে যে কাগজটি দেওয়া হয় সেটি হচ্ছে “টোকেন”। জাতীয় পরিচয় পত্র হাতে না পাওয়া পর্যন্ত এইটি যত্নসহকারে সংরক্ষন করতে হবে।

এনআইডি টোকেন
ভোটার স্লিপ বা টোকেন

টোকেন দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম

টোকেন দিয়ে ভোটার আইডি কার্ড বের করার জন্য NID Service ওয়েব সাইটে ভিজিট করুন। তারপর টোকেন নাম্বার (NIDFN12345678) এবং জন্ম তারিখ দিয়ে আপনার একাউন্ট নিবন্ধন করুন। পর্যায়ক্রমে ঠিকানা, মোবাইল নাম্বার এবং ফেস ভেরিফিকেশন করে একাউন্টে লগইন করুন। এবার ডাউনলোড বাটনে ক্লিক করে আইডি কার্ডটি ডাউনলোড করে ছাপিয়ে নিন।

আপনার এনআইডি কার্ড প্রস্তুত হয়েছে কিনা অর্থাৎ অনলাইনে আছে কিনা সেটি প্রথমেই নিশ্চিত হয়ে নিবেন। জাতীয় পরিচয় পত্র অনলাইন হলে মোবাইল নাম্বারে SMS করে জানিয়ে দেওয়া হয়। তাছাড়া নির্বাচন কমিশনের হেল্পলাইন সিস্টেমে মেসেজ করেও আইডি কার্ডের নাম্বার জেনে নেওয়া যায়।

টোকেন নাম্বার দিয়ে আইডি কার্ডের নাম্বার জানার জন্য আপনার ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে NID<স্পেস>FORM NO<স্পেস>DD-MM-YYYY এভাবে ম্যাসেজ লিখে 105 নাম্বারে সেন্ড করুন। ফিরতি ম্যাসেজে আপনার ১০ সংখ্যার NID Number জানিয়ে দেয়া হবে। তাছাড়া ১০৫ নাম্বারে কল করেও আইডি কার্ডের নাম্বার জেনে নিতে পারেন।

টোকেন দিয়ে আইডি কার্ড

প্রথমে নির্বাচন কমিশনের এনাইডি সার্ভিস ওয়েবসাইট https://services.nidw.gov.bd/ ভিজিট করুন। এখন একাউন্ট রেজিস্টার পেজে আপনার টোকেন নাম্বার / স্লিপ নাম্বার লিখুন। তারপর জন্ম তারিখের ঘরে (দিন, মাস, বছর) আপনার জন্ম তারিখ লিখে সাবমিট করুন।

আপনার এন আইডি প্রোফাইলে প্রবেশ করার জন্য ঠিকানা, মোবাইল, নাম্বার এবং ব্যক্তির ফেইস ভেরিফাই করুন। প্রোফাইল থেকে ডাউনলোড মেনুতে যান এবং আইডি কার্ড ডাউনলোড করুন। চলুন বিষয়টি ছবি সহ ধাপে ধাপে বস্তারিত জানি-

ধাপ ১ – একাউন্ট রেজিস্টার

এনআইডি সংক্রান্ত যেকোনো সেবা পেতে আপনার NID Account এ প্রবেশ করতে হবে। এর জন্য প্রথমেই আপনার এনআইডি একাউন্ট রেজিস্টার করে নিতে হবে। একাউন্ট নিবন্ধন করা খুবি সহজ নিচের দেখানো ছবির মতো আপনি আপনার আইডি কার্ডের নাম্বার অথবা টোকেন (স্লিপ) নাম্বার, জন্ম তারিখ ও ক্যাপচা পুরন করে সাবমিট বাটনে ক্লিক করুন।

একাউন্ট রেজিস্টার
একাউন্ট রেজিস্টার

এখন একটি পপআপ ডায়লগ দেখতে পাবেন। পরবর্তী ধাপে যাওয়ার জন্য বহাল বাটনে ক্লিক করুন। এর পরের ধাপে আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা বাছাই করতে বলা হবে, যা ২নং ধাপে দেখানো হলো।

ধাপ ২ – ঠিকানা যাচাই

ভোটার আইডি কার্ড বের করার জন্য এই ধাপে জাতিয় পরিচয় পত্রের আবেদনে দেওয়া ঠিকানা যাচাই করতে হবে। আপনি ভোটার নিবন্ধনের সময় বর্তমান এবং স্থায়ী ঠিকানা যেমন দিয়েছিলেন এখানেও তাই দিয়ে ফিলাপ করুন।

বর্তমান এবং স্থায়ী ঠিকান ভিন্ন হলে বর্তমান ঠিকানায় আপনার আইডি কার্ডে তথ্য অনুসারে বর্তমান ঠিকানা নির্বাচন করুন। স্থায়ী ঠিকানায় আপনার স্থায়ী ঠিকানার তথ্য নির্বাচন করুন। তথ্য ভুল দিয়ে বার বার সাবমিট করলে একাউন্ট স্থগিত হতে পারে, তাই সতর্কতার সাথে ফিলাপ করুন।

ঠিকানা যাচাই
ঠিকানা যাচাই

ধাপ ৩ – মোবাইল নাম্বার যাচাই

এই ধাপে এসে ভোটার আবেদন করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সে নাম্বারটির কিছু অংশ দেখতে পাবেন। নাম্বারটি আপনার কাছে থাকলে বার্তা পাঠান লেখা ক্লিক করুন। নাম্বারটি যদি হারিয়ে ফেলেন অথাবা না থাকে তাহলে মোবাইল পরিবর্তন এই লেখায় ক্লিক করে নতুন নাম্বার লিখে বার্তা পাঠানে ক্লিক করুন।

মোবাইল নাম্বার যাচাই
মোবাইল নাম্বার যাচাই

তারপর আপনার নাম্বারে একটি ম্যাসেজ আসবে যেখানে নাম্বার যাচাইকরন কোড থাকবে। এখন ৬সংখ্যার সেই কোডটি লিখে মোবাইল নাম্বার যাচাই করুন।

ধাপ ৪ – KYC বা ফেস ভেরিফিকেশন

আইডি কার্ড খুবই সেন্সেটিভ ডকুমেন্ট তাই একাউন্ট নিবন্ধনের এই পর্যায়ে আপনাকে ফেস স্ক্যান করে আইডি কার্ডের প্রকৃত মালিক ভেরিফাই করতে হবে। এটি করার জন্য আপনার স্মারট ফোনে NID Wallet অ্যাপটি প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে।

এই ধাপে ফেস ভেরিফিকেশ করার জন্য একটি QR CODE দেখতে পাবেন। এখন NID ওয়ালেট অ্যাপ ওপেন করে QR Code স্ক্যান করুন। তারপর অ্যাপের নির্দেশনা অনুসরণ করে আপনার ফেস ভেরিফাই করুন।

ফেস ভেরিফিকেশন
ফেস ভেরিফিকেশন

ধাপ ৫ – পাসওয়ার্ড সেট করুন

পরবর্তী সময়ে একাউন্টে লগইন করার জন্য একটি ইউজার নেম ও পাসওয়ার্ড সেট করুন। এটি একটি ঐচ্ছিক বিষয় চাইলে করতে পারেন আর পাসওয়ার্ড সেট না করতে চাইলে এড়িয়ে যান। তবে একাউন্টের নিরাপত্তা বজায় রাখতে এবং একই কাজ বার বার করতে না চাইলে পাসওয়ার্ড সেট করা উচিৎ।

ইউজার নেম এর জন্য আপনি একটি উনিক ইংরেজি শব্দ এবং নাম্বার যুক্ত করতে পারেন। আমার নাম Sraban আমি userName সেট করার সময় sraban123 ব্যবহার করেছি, এখান থেকে ধারনা নিয়ে আপনি আপনার উজার নেম দিতে পারেন। কোনো উজারনেম না দিলে আপনার এনআইডি কার্ডের ১০টি সংখ্যা উজার নেম হবে।

একইভাবে একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন যেটি আপনার মনে থাকবে। পাসওয়ার্ডে ইংরেজি বর্ণ, সংখ্যা, স্পেশাল চিহ্ন ব্যবহার করতে পারবেন।

ধাপ ৬ – ভোটার আইডি কার্ড বের করুন

উপরের ৬টি ধাপ অনুসরণ করলে এতক্ষনে আপনার এনআইডি একাউন্টের প্রোফাইল ড্যাশবোর্ড দেখতে পাবেন। হোম মেনুতে আপনার ছবি, আইডি কার্ডের নাম্বার সহ বেশ কিছু তথ্য দেখতে পাবেন।

নিচের ডাউনলোড মেনুতে ক্লিক করে আইডি কার্ডের pdf ডাউনলোড করুন। এরপর এটি কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে বের করে ব্যবহার করুন।

Download NID Card
Download NID Card
  1. অনলাইনে আইডি কার্ড বের করার জন্য https://services.nidw.gov.bd/nid-pub/ ওয়েবসাইট ভিজিট করুন
  2. রেজিস্টার করুন বাটনে ক্লিক করে টোকেন নাম্বার অথবা এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ লিখুন
  3. ছবিতে থাকা সিকিউরিটি কোডটি পূরণ করে সাবমিট করুন
  4. বর্তমান এবং স্থায়ী ঠিকানা যাচাই করুন এবং মোবাইল নাম্বার যাচাই করুন
  5. QR Code স্ক্যান করে ফেস ভেরিফাই করুন
  6. ডাউনলোড অপশন থেকে ভোটার আইডি ডাউনলোড করুন

NID নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা

nid নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার জন্য nid website এ একাউন্ট নিবন্ধন করতে ভোটার স্লিপের নাম্বারের স্থলে আইডি কার্ডের নাম্বার দিন। তারপর যথাক্রমে জন্ম তারিখ, ঠিকানা, মোবাইল নাম্বার যাচাই করুন। সবশেষ ফেস ভেরিফাই করে একাউন্টে লগইন করুন।

আপনার এনআইডি একাউন্টে প্রবেশ করে “হোম” মেনু থেকে “ডাউনলোড” বাটনে ক্লিক করলে pdf ডাউনলোড হবে। উপরের প্রতিটি ধাপ দেখানো নিয়মে অনুসরণ করুন তবে টোকেন/স্লিপ নাম্বারের স্থলে আপনার NID নাম্বার ব্যবহার করুন।

এভাবে খুব সহজে NID নাম্বার, voter slip অথবা টোকেন দিয়ে অনলাইনে জাতীয় পরিচয় পত্র বের করতে পারবেন।

আইডি আর্ড বের করতে কি কি লাগে?

অনলাইনে ভোটার আইডি কার্ড বের করতে স্লিপ/টোকেন, স্মার্ট ফোন, একটি সচল মোবাইল নাম্বার প্রয়োজন। এছাড়া ব্যক্তির জন্ম তারিখ, ঠিকানা এবং ফেস ভেরিফাই করার জন্য ব্যক্তি নিজে উপস্থিত থাকতে হবে।

টোকেন এবং ভোটার স্লিপের মধ্যে পার্থক্য কি?

টোকেন অথবা ভোটার স্লিপ আসলে একই। ফরম নাম্বার, ভোটার স্লিপ এবং টোকেন অনেকে ভিন্ন ভিন্ন নামে ডাকে।

স্লিপ হারিয়ে গেলে করনীয় কী?

ভোটার স্লিপ হারিয়ে গেলে আইডি কার্ড বের করার জন্য প্রথমে NID নাম্বার বের করতে হবে। এনআইডি কার্ডের নাম্বার হলে স্লিপ ছাড়াই নতুন আইডি কার্ড বের করা যায়। সম্পূর্ণ প্রক্রিয়া একই থাকবে শুধু টোকেন নাম্বারের স্থানে NID Number দিয়ে বাকি সব উপরে দেখানো নিয়ম অনুসারে হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  1. আসসালামু আলাইকুম স্যার আমার এনআইডি
    সংশোধন করছি আজ এক মাস এখনো আপ্রুভেল হচ্ছে না কি করণীয়

    1. অনুগ্রহ করে অপেক্ষা করুন। সংশোধনের ধরণ অনুসারে একটি আবেদন উপজেলা অফিস, জেলা নির্বাচন অফিস অথবা নির্বাচন অফিসের প্রধান কার্যালয় থেকে অনুমোদিত হয়। তাই আপনার উচিত অপেক্ষা করা। চাইলে আপনি উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আবেদনের বর্তমান অবস্থা সম্পরকে জানতে পারেন।

    1. আসসালামুয়ালাইকুম আমার আইডি কার্ড সংশোধন করালায়ক বে