bdris gov bd জন্ম নিবন্ধন সকল সেবা একসাথে
bdris gov bd হলো জন্ম ও মৃত্যু নিবন্ধনের অফিসিয়াল ওয়েবসাইট। একটি শিশু জন্মের পর থেকে NID Card হওয়ার আগ পর্যন্ত জন্ম নিবন্ধন সনদ নাগরিকত্বে আইনগত প্রমানপত্র। শিশু জন্মের পর জন্ম নিবন্ধন এবং কেউ মারা গেলে তার মৃত্যু নিবন্ধন তৈরি এবং সকল তথ্য সংরক্ষণ করার কাজটি করে bdris.gov.bd
সরকারি খাতায় প্রথম নাম লেখানোই জন্ম নিবন্ধন। একটি শিশুর জন্ম সূত্র নাগরি, নিজ দেশ এবং জাতীয়তা প্রকাশের আইনগতভাবে প্রমানপত্র হচ্ছে এই জন্ম নিবন্ধন সনদ। বাংলা দেশের প্রতিটি ইউনিয়ন, সিটি কর্পোরেশন ও পৌরসভা সহ সব খানেই জন্ম ও মৃত্যু নিবন্ধক অফিস রয়েছে। তাছাড়া বর্তমানে অনলাইনেও জন্ম ও মৃত্যু নিবন্ধনের সকল আবেদন অনলাইন করায় আরো সহজ ও সবার হাতের নাগালে চলে এসেছে।
চলুন জেনে নেই অনলাইনে bdris gov bd জন্ম নিবন্ধন ওয়েব সাইটের মাধ্যমে কি কি সেবা পাওয়া যায়। কোন সেবা পেতে হলে টাকার প্রয়োজন কিনা আর হলেও সেটি কত।

bdris gov bd জন্ম নিবন্ধন সেবা সমূহ
bdris gov bd ওয়েবসাইটের মাধ্যমে নতুন জন্ম নিবন্ধন আবেদন, জন্ম নিবন্ধনে ভুল থাকলে সংশোধনের আবেদন, নিবন্ধিত সনদের তথ্য যাচাই ও জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে পারবেন। এক কথায় বলতে গেলে জন্ম নিবন্ধন সংক্রান্ত যেকোন সেবা https://bdris.gov.bd/ এখানে পাবেন।
আগে একটি জন্ম নিবন্ধন করতে গেলে কয়েকবার নিবন্ধক কার্যালয়ে যেতে হতো, কিন্তু বর্তমানে সব কিছু অনলাইন ভিত্তিক হওয়ায় ঘরে বসে স্মার্ট ফোনের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাচ্ছে। এতে করে পরিশ্রম এবং সময় বেচে যাচ্ছে, যা অন্য কোন কাজে লাগাতে পারছেন।
সাধারণ জনগণ bdris.gov.bd থেকে যে সকল সেবা পাচ্ছে তার একটি লিস্ট উপস্থাপন করা হলো-
- নতুন জন্ম নিবন্ধন আবেদন
- জন্ম নিবন্ধন সনদ সংশোধন
- জন্ম নিবন্ধন ডাউনলোড
- জন্ম নিবন্ধন যাচাই
নতুন জন্ম নিবন্ধন আবেদন
একটি নতুন জন্ম নিবন্ধন করতে হলে bdris.gov.bd ওয়েব সাইটে ভিজিট করে প্রথমে নিবন্ধক কার্যালয় নির্বাচন করুন। তারপর জন্ম নিবন্ধন ফর্মে নাম, জন্ম তারিখ এবং পিতা-মাতার তথ্য দিয়ে আবেদন ফরম ফিলাপ করতে হয়। জন্ম স্থানের ঠিকানা, অভিভাবকের তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করতে হয়।
অনলাইনে কিভাবে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে হয়, অরজিনাল জন্ম নিবন্ধন সনদ কিভাবে সংগ্রহ করতে হয় এই বিষয়ে স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল প্রকাশ করা রয়েছে।
জন্ম নিবন্ধন সনদ সংশোধন
কোন কারনে জন্ম নিবন্ধন সনদে ভুল থাকলে তা জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করে সমাধান করা যায়। সংশোধনের পক্ষে প্রয়োজনীয় প্রমাণপত্র এবং ডকুমেন্টস থাকলে খুব সহজে অনলাইনে আবেদন করে জন্ম নিবন্ধন সনদ পরিবর্তন করা যায়।
বাংলাদেশ জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েব সাইটে প্রবেশ করে জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্মতারিখ লিখে অ্যাকাউন্ট করুন। তারপর জন্ম নিবন্ধন সংশোধন অপশন বাছাই করে প্রয়োজনীয় ভুলের সংশোধন করে তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে আবেদন সাবমিট করতে হয়।
জন্ম নিবন্ধন এর তথ্য সংশোধনের জন্য উপযুক্ত প্রমাণাদির প্রয়োজন হয়ে থাকে। নিজের ইচ্ছামতো নিবন্ধনের তথ্য পরিবর্তন করা যাবে না। জন্ম নিবন্ধন সনদ সংশোধন করতে কি কি কাগজপত্র লাগে এবং অনলাইনে আবেদন করার বিস্তারিত নিয়ম দেখুন।
জন্ম নিবন্ধন তথ্য যাচাই
জন্ম নিবন্ধন সনদ অরিজিনাল কিনা সেটি জানার সবচেয়ে সহজ উপায় হচ্ছে জন্ম নিবন্ধন তথ্য যাচাই। অরিজিনাল birth certificate হলে এর তথ্য অনলাইনে থাকবে। নিবন্ধনটি অরজিনাল এবং অনলাইন করা থাকলে জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে অনলাইনে সার্চ করলে জন্ম নিবন্ধনের কিছু তথ্য প্রদর্শিত হবে।
ফেইক নিবন্ধন হলে নিবন্ধন তথ্য যাচাই করার জন্য কোন তথ্য প্রদর্শিত হবে না। তাছাড়া আগের হাতের লেখা জন্ম নিবন্ধনের তথ্য ও অনলাইনে দেখাবে না, জন্ম নিবন্ধন অনলাইন করা না থাকলে কোথাও সেটি গ্রহণযোগ্যতা পায় না। আপনার জন্ম নিবন্ধন সনদ অনলাইন করা আছে কিনা সেটি জন্ম নিবন্ধন তথ্য যাচাই করার মাধ্যমে জানতে পারবেন।
Birth certificate download
বর্তমানে অনলাইন থেকে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করা যাচ্ছে। প্রথমে প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনার জন্ম নিবন্ধন যাচাই করুন। সাধারণ জনগণের জন্য শুধুমাত্র জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার সুযোগ রয়েছে। ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ অর্থাৎ main birth certificate টি ইউনিয়ন পরিষদ, পৌরসভা কিংবা সিটি কর্পোরেশন অফিস থেকে সংগ্রহ করতে হবে।
অনলাইন থেকে জন্ম নিবন্ধনের যে অনলাইন কপি বের করা যায় এটি ব্যবহার করে প্রায় সকল প্রকার কাজ করা যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সত্যায়িত অথবা নিবন্ধক কার্যালয়ের সিলমোহর এবং স্বাক্ষর প্রয়োজন হয়। সে ক্ষেত্রে আপনি আপনার স্থানীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয় থেকে অরজিনাল জন্ম নিবন্ধন নিতে পারেন।
bdris.gov.bd মৃত্যু নিবন্ধন সেবা
bdris gov bd ওয়েবসাইটে মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সকল সেবা উন্মুক্ত করা হয়েছে। কেউ মারা গেলে তার মৃত্যু নিবন্ধন অথবা ভুল থাকা মৃত্যু নিবন্ধন সংশোধন এবং মৃত্যু নিবন্ধন সনদ ডাউনলোড এই সকল কাজ এখন অনলাইনেই করা যাচ্ছে।
একটি শিশুর জন্মের পর তার তথ্য সরকারি খাতায় লিপিবদ্ধ করা যতটা গুরুত্বপূর্ণ একজনের মৃত্যু ঘটলে তার তথ্য হালনাগাদ করাও ততটাই গুরুত্বপূর্ণ। কারণ এ সকল তথ্যের উপর ভিত্তি করে প্রতিনিয়ত ভোটার তালিকা আপডেট করা হয়। bdris.gov.bd মৃত্যু নিবন্ধন সেবা সমূহ
- মৃত্যু নিবন্ধন সনদের আবেদন
- মৃত্যু নিবন্ধন সংশোধন
- সার্টিফিকেট ডাউনলোড
জন্ম নিবন্ধন করতে কি কি প্রয়োজন?
বয়সের উপর ভিত্তি করে জন্ম নিবন্ধন করতে ভিন্ন ভিন্ন ডকুমেন্টের প্রয়োজন হয়। শিশু বয়সে Birth Certificate করতে শুধু টিকা কার্ড হলেই হয়। কিন্তু বয়স বেশি হলে অতিরিক্ত আরো কিছু কাগজপত্র চাইতে পারে।
কখন শিশুর নিবন্ধন করানো উচিত?
শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যেই অনলাইন জন্ম নিবন্ধন করে ফেলা উচিত। এই সময়ের মধ্যে নিবন্ধন করলে কোন প্রকার ফি দিটে হয় না। বয়স বেশি হলেও জন্ম নিবন্ধন করা যায় অর্থাৎ কোনো প্রকার বয়সসীমা নেই।
জন্ম নিবন্ধন করতে টাকা লাগে?
শিশুর বয়স ১ থেকে ৪৫ দিন হলে ফি ছাড়াই নিবন্ধন করা যায়। এর পর থেকে ৫ বছর পর্যন্ত ২৫ টাকা ফি প্রদান করে শিশুর জন্ম নিবন্ধন করতে হয়। ৫ বছরের বেশি বয়সের বাচ্চাদের জন্য ৫০ টাকা সরকারি নিবন্ধন ফি দিতে হয়।
আমার জন্ম সনদের জন্ম তারিখ ভুল আছে প্রুভ হিসাবে আছে জে এস সি সার্টিফিকেট এস এস সি সার্টিফিকেট এইচ এস সি সার্টিফিকেট
তাহলে আপনি আবেদন করলেই তা সমাধান করতে পারবেন। প্রয়জনে ইউনিয়ন পরিষদ অফিসে যোগাযোগ করুন।
ভাই আপনার মতো আমারও সমস্যা।এখন সংশোধন করতে পারছি না
2 ta multiple passport active asche…. Ay khetre ki korar ase.. Delete korar kono maddom ase
Md Tawhid
How can we help you?
১৯৬৬ সালে জন্ম, nid কার্ড আছে কিন্তু জন্ম নিবন্ধন করা হয়নি। জন্ম নিবন্ধন করা যাবে কি?
Amar jonmonibondon online kora ache,tobe seta english a kora ache ja bangladeshe kono kaje aschena,ami akhon abudhabi al ain achi aj 16 bochor dore,deshe amar cheler nibondon banate gele amar nibondon banglate chai,akhon amar ta english a thakar karone chelerta banate parchina,akhon amar ta ki vabe bangla kora jai!!
Thanks.
Very helpful Page.
Your style is so unique compared to many other people. Thank you for publishing when you have the opportunity,Guess I will just make this bookmarked.2