হারানো জন্ম নিবন্ধন পুনঃমুদ্রনের নিয়ম

জন্ম নিবন্ধন হচ্ছে একজন ব্যক্তির নাগরিকতা এবং রাষ্ট্রীয় স্বীকৃতির প্রথম দলিল। ব্যক্তি জীবনে জন্ম নিবন্ধন সনদের প্রয়োজনীয়তা ব্যপক। এই সনদ ছাড়া পাসপোর্ট, ভোটার আইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স করা যায় না। আজকে জানবো জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় কি? কিভাবে পুনরায় এটি পেতে পারেন।

এখন প্রশ্ন আসে এতো গুরুত্বপূর্ণ জন্ম নিবন্ধন সনদ হারিয়ে গেলে পুনরায় কিভাবে পাওয়া যাবে? অনলাইন থেকে অরজিনাল সনদ ডাউনলোড করা যাবে কিনা? এসব প্রশ্নের উত্তর এবং হারানো জন্ম নিবন্ধন ফিরে পেতে করনীয় সম্পর্কে বিস্তারিত জানবো।

আপডেট নোটিসঃ জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সরকারি ওয়েবসাইট সার্বিক রক্ষণাবেক্ষণের জন্য ১৩ই জুন থেকে ১৯ই জুন সকাল ৯ ঘটিকা পর্যন্ত সিস্টেম বন্ধ থাকবে।

জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় কি

জন্ম নিবন্ধন সনদ হারিয়ে গেলে সেটি পুনরায় পেতে অনলাইনে জন্ম নিবন্ধন পুনঃমুদ্রণের আবেদন করতে হবে। জন্ম নিবন্ধন পুনঃমুদ্রণের জন্য https://bdris.gov.bd/br/reprint/add এই লিংক ভিজিট করে আপনার নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ লিখে সার্চ করুন। আপনার এন্টিটি চলে আসলে নিবন্ধন অফিস বাছাই করে আবেদনকারীর তথ্য পূরণ করে আবেদন সাবমিট করুন।

আবেদন সাবমিট হবার পর স্ক্রিনে একটি তারিখ দেখতে পাবেন। উল্লেখিত তারিখের মধ্যে আবেদনের প্রিন্ট কপি এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার ইউনিয়ন পরিষদ নিবন্ধক অফিসে জমা দিতে হবে।

জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয়
জন্ম নিবন্ধন পুনঃমুদ্রন ওয়েবসাইট

হারানো জন্ম নিবন্ধন পুনরায় পেতে অনলাইনে যেভাবে আবেদন করতে হয় তা নিচে ধাপে ধাপে দেখানো হলো-

১. জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইট ভিজিট

জন্ম ও মৃত্যু নিবন্ধন অফিসিয়াল ওয়েবসাইট https://bdris.gov.bd/ ভিজিট করুন। জন্ম নিবন্ধন মেইন মেনু থেকে নিবন্ধন পুনঃমুদ্রন সাব মেনু সিলেক্ট করুন।

২.নিবন্ধন তথ্য যাচাই করুন

জন্ম নিবন্ধন তথ্য যাচাই করতে এবং আপনার নিবন্ধনের এন্ট্রি খুজে পেতে জন্ম নিবন্ধনের নাম্বার এবং জন্ম তারিখ লিখুন। তারপর দেখানো ক্যপচা ফিলাপ করে অনুসন্ধান বাটনে চাপুন।

মনে রাখবেন এখানে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নাম্বার ইংরেজিতে লিখতে হবে। আর জন্ম তারিখ (DD-MM-YYYY) এই ফরমেট অনুসারে টাইপ করতে হবে।

সঠিক তথ্য লিখে অনুসন্ধান করার পর আবেদনকারীর নাম, জন্ম তারিখ এবং পিতা মাতার নাম দেখতে পাবে। এন্ট্রিতে মিল থাকলে নির্বাচন করুন বাটনে চাপুন।

৩. আবেদনকারীর নাম, ইমেল ও মোবাইল নাম্বার চেক

যিনি এই আবেদনটি করছেন তার তথ্য এখানে দিতে হবে। জন্মের পরেই একটি শিশু জন্ম নিবন্ধন পেয়ে যায়। তাই জন্ম নিবন্ধন পূর্ণ মুদ্রণের নিয়ম অনুসারে আবেদনটি কে করছে তার তথ্য চাওয়া হয়।

আমি ধরে নিচ্ছি এই লেখাটি যারা পড়ছে তারা নিজের জন্ম নিবন্ধন পুনঃমুদ্রনের আবেদন নিজেরাই করতে চলেছে। তাই আবেদনকারীর সাথে ব্যক্তির সম্পর্কের স্থলে নিজ সিলেক্ট করুন। এক্ষেত্রে নিজ সিলেক্ট করার পর আপনার নাম ও মোবাইল নাম্বার (যদি দেয়া থাকে) দেখতে পাবেন।

applicant details

আর আপনি যদি অন্য জনের আবেদন করেন তাহলে তার সাথে আপনার সম্পর্ক কি তা বাছাই করে দিবেন। তারপর নিচের ফরমে আপনার নাম এবং মোবাইল নাম্বার লিখুন। চাইলে ইমেল আইডি লিখতে পারেন তবে এটি অপশনাল।

৪. OTP ভেরিফিকেশন

আবেদনকারীর মোবাইল নাম্বার যাচাই করার জন্য তার ফোনে একটি OTP পাঠানো হবে। মোবাইল নাম্বার ভেরিফিকেশন ইনপুট ফিল্ডে আপনার মোবাইলে আসা কোডটি বসিয়ে সাবমিট করুন।

কখনো কখনো এই OTP Code আসতে কিছুটা দেরি হতে পারে। তাই একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরেও কোড না আসলে আবার পাঠান বাটনে ক্লিক করুন।

৫. আবেদনপত্র ডাউনলোড

আবেদন সাবমিট করার পর আপনি আবেদন পত্রের নাম্বার এবং এই আবেদন সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল করার একটি সময়সীমা দেখতে পাবেন। আবেদনপত্র প্রিন্ট বাটনে ক্লিক করে সেটি ডাউনলোড করুন।

উল্লেখিত তারিখের পূর্বে আবেদন কপির সাথে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে ইউনিয়ন পরিষদ/পৌরসভা অর্থাৎ স্থানীয় নিবন্ধক কার্যালয়ে জমা দিন।

৬. জন্ম নিবন্ধন সংগ্রহ করুন

আবেদন করার পর জন্ম নিবন্ধন সংগ্রহ করার জন্য যে নিবন্ধক অফিসে আবেদন করেছেন সে অফিসে আপনার ডাউনলোড করা আবেদন কপি জমা দিন। আবেদন জমা দেয়ার ২-১ দিনের মধ্যে আপনার জন্ম নিবন্ধন সনদ প্রিন্ট করে স্বাক্ষর ও সিল মেরে রেডি করে রাখে। তবে অনেক সময় সাথে সাথে এই কাজটি করে দেয়া হয়।

এখানে নিবন্ধক অফিস বলতে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনের কাউন্সিলর অফিস বুঝানো হয়েছে।

আপনার জন্ম নিবন্ধনের নাম্বার জানা থাকলে উপরের দেখনো নিয়ম অনুসারে অনলাইনে প্রতিলিপির জন্য আবদন করে সেটি পুনরায় পেতে পারেন। তবে যাদের জন্ম নিবন্ধন সনদ হারিয়ে গেছে কিন্তু সেটির নাম্বার অথবা কোন ফটোকপি নেই, তাদের প্রথমে নিবন্ধন নাম্বার বের করে নিতে হবে।

জন্ম নিবন্ধন নাম্বার বের করার উপায়

জন্ম নিবন্ধন নাম্বার বের করার জন্য কয়েকটি উপায় অবলম্বন করা যেতে পারে। আমারা যখন আইডি কার্ড এবং পাসপোর্টের আবেদন করি তখন জন্ম নিবন্ধন সনদ দিতে হয়, এসব ডকুমেন্টে নিবন্ধন নাম্বার সংরক্ষিত থাকে।

  • পাসপোর্ট
  • অনলাইনে আইডি কার্ডের একাউন্ট থেকে
  • সরাসরি ইউনিয়ন অফিস কার্যালয় থেকে

পাসপোর্ট থেকে জন্ম নিবন্ধন নাম্বার বের করার নিয়ম

আপনার যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে পাস্পোর্ট থেকে খুব সহজেই হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন নাম্বারটি বের করতে পারবেন। পাস্পরটে ব্যক্তিগত নাং অংশে যে নাম্বারটি থাকে সেটি মূলত নিবন্ধন নাম্বার।

পাসপোর্ট থেকে জন্ম নিবন্ধনের নাম্বার

যাদের পাসপোর্ট আছে তারা খুব সহজেই এটি বের করে ফেলতে পারবে। তবে যাদের পাসপোর্ট হয়নি তাদের বিচলিত হবার কিছু নেই। NID Card হয়ে থাকলেই ১৭ সংখ্যার নিবন্ধন নাম্বার বের করা যাবে।

আইডি কার্ড থেকে জন্ম নিবন্ধন নাম্বার বের করুন

ভোটার আইডি কার্ডের আবেদন করার সময় জন্ম সনদ দিতে হয়। NID Server এই সব তথ্য সংরক্ষিত থাকে। আমাদের জাতীয় পরিচয়পত্র একাউন্টে লগইন করার পর ব্যক্তিগত তথ্য মেনুতে জন্ম নিবন্ধন নাম্বার দেখতে পাবো।

ভোটার আইডি ব্যবহার করে নিবন্ধন নাম্বার জানতে হলে প্রথমে NID Service ওয়েবসাইট এ একাউন্ট নিবন্ধন/লগইন করতে হবে। তারপর বিস্তারিত প্রোফাইলে প্রবেশ করে এটি দেখতে পাবেন। এন আইডি একাউন্টে লগইন করার নিয়ম দেখুন।

ইউনিয়ন পরিষদ / সিটি কর্পোরেশন থেকে

জন্ম নিবন্ধনের ফটোকপি অথবা নিবন্ধন নাম্বার কিছুই না থাকে তাহলে সরাসরি ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অফিসে যোগাযোগ করতে হবে।

আপনার জন্ম নিবন্ধন যে অফিসে করা হয়েছে সে অফিসে গিয়ে হারানো সনদের প্রতিলিপি সংগ্রহের জন্য আবেদন করুন। আপনার এন্টিটি চেক করার জন্য নিজের নাম, জন্ম তারিখ এবং পিতা মাতার নাম প্রয়োজন হবে।

যার জন্ম জন্ম নিবন্ধন হারিয়ে গেছে তার পিতা মাতার জন্ম নিবন্ধনের ফটোকপি সাথে নিলে সে তথ্য অনুসারে আপনার নিবন্ধনটি তারাতারি বের করা যাবে।

নিবন্ধক অফিসের দায়িত্বরত কর্মকরতা জন্ম নিবন্ধন পুনঃমুদ্রনের জন্য একটি আবেদন দাখিল করে করবে। সরাসরি অফিসে গেলে সাধারন ১দিনেই জন্ম সনদ ডাউনলোড করে প্রয়োজনীয় সিল এবং স্বাক্ষর করে দিয়ে দেয়া হয়।

হারানো জন্ম নিবন্ধন নাম্বার বের করবো কিভাবে?

হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধনের নাম্বার ব্যক্তির পাসপোর্ট থেকে বের করা যায়। তাছাড়া আইডি কার্ড হয়ে থাকলে অনলাইনে এনআইডি একাউন্টে প্রবেশ করেও সেটি বের করা যায়।

অনলাইনে জন্ম নিবন্ধন পুনর্মুদ্রণ করা যাবে?

অনলাইন থেকে সরাসরি জন্ম নিবন্ধন পুনমুদ্রন কর যায় না। তবে অনলাইনে জন্ম নিবন্ধন প্রতিলিপির জন্য আবেদন করা যায়, এরপর সনদটি নিবন্ধক অফিস থেকে সংগ্রহ করতে হয়।

জন্ম নিবন্ধন পুনঃমুদ্রণ ফি কত?

জন্ম নিবন্ধন পুনঃমুদ্রণ ফি ১০০টাকা।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *