পাসপোর্ট করতে কত টাকা লাগে | ই পাসপোর্ট ফি কত
অনলাইনে ই পাসপোর্ট আবেদন করার মাধ্যমে দালাল ছাড়া শুধুমাত্র সরকার নির্ধারিত ফি পরিশোধ করে আপনার পাসপোর্টটি হাতে পেতে পারেন। পাসপোর্ট আবেদনের জন্য সরকারি ই পাসপোর্ট ফি কত, তা নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা।
আমাদের নিজেদের অসচেতনতা এবং অজ্ঞতার কারণে নতুন পাসপোর্ট করতে দালালের শরণাপন্ন হয়ে নানানভাবে প্রতারিত হই। পাসপোর্ট করতে কত টাকা লাগে এই সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে, খুব অল্প টাকায় নিজেরই পাসওয়ার্ডটি বানিয়ে ফেলা যায়।
পাসপোর্টের মেয়াদে এবং পৃষ্ঠার উপর ভিত্তি করে বাংলাদেশী পাসপোর্ট চার ধরনের হয়ে থাকে। মেয়াদের উপর ভিত্তি করে দুই ধরনের ই পাসপোর্ট দেখা যায়। অন্যদিকে পাসপোর্ট এর পৃষ্ঠা সংখ্যার দিকে লক্ষ্য করলে আরো দুই ধরনের পাসপোর্ট দেখা যায়।
পাসপোর্ট এর মেয়াদ এবং পৃষ্ঠা সংখ্যার উপর নির্ভর করে e passport fee নির্ধারিত হয়। পাসপোর্ট করতে কত টাকা লাগবে এটি পাসপোর্টের ধরন ছাড়াও ডেলিভারির ধরনের উপরেও নির্ভর করে। নরমাল ডেলিভারিতে পাসপোর্ট করতে সব থেকে কম টাকা খরচ হবে। তেমনি এক্সপ্রেস অথবা সুপার এক্সপ্রেস ডেলিভারিতে সব থেকে বেশি টাকা লাগে।
পাসপোর্ট করতে কত টাকা লাগে
৫ বছরের জন্য ৪৮ পৃষ্ঠার ই পাসপোর্ট রেগুলার ডেলিভারি করতে ৪০২৫ টাকা প্রয়োজন। এই একই পাসপোর্ট এক্সপ্রেস ডেলিভারি মাধ্যমে করাতে ৬৩২৫ টাকা ফি পরিশোধ করতে হয়। তেমনিভাবে ১০ বছরের জন্য ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট Regular Delivery খরছ হবে ৫৭৫০ টাকা এবং Express Delivery হলে ৮০৫০ টাকা ই পাসপোর্ট ফি পরিশোধ করতে হয়।
একইভাবে পাসপোর্ট এর মেয়াদ, ডেলিভারির ধরন এবং পৃষ্ঠা সংখ্যার উপর নির্ভর করে নতুন পাসপোর্ট আবেদন করতে সর্বনিম্ন 4025 BDT এবং সর্বোচ্চ 13800 BDT পর্যন্ত লাগতে পারে। বর্তমানে পাসপোর্ট করতে কত টাকা খরছ হয় তা নিচের তালিকায় দেওয়া হলো-
- ৫ বছরের জন্য ৪৮ পেইজের পাসপোর্ট, রেগুলার ডেলিভারি ফি ৪০২৫ টাকা, জরুরী ডেলিভারি ফি ৬৩২৫ টাক এবং অতিব জরুরী ডেলিভারি ফি ৮৬২৫ টাকা।
- ৫ বছরের জন্য ৬৪ পেইজের পাসপোর্ট– রেগুলার ডেলিভারি ফি ৬৩২৫ টাকা, জরুরী ফি ডেলিভারি ৮৬২৫ টাকা এবং অতিব জরুরী ডেলিভারি ফি ১২০৭৫ টাকা।
- ১০ বছরের জন্য ৪৮ পেইজের পাসপোর্ট– রেগুলার ডেলিভারি ফি ৫৭৫০ টাকা, জরুরী ডেলিভারি ফি ৮০৫০ টাকা এবং অতিব জরুরী ডেলিভারি ফি ১০৩৫০ টাকা।
- ১০ বছরের জন্য ৬৪ পেইজের পাসপোর্ট– রেগুলার ডেলিভারি ফি ৮০৫০ টাকা, জরুরী ডেলিভারি ফি ১০৩৫০ টাকা এবং অতিব জরুরী ডেলিভারি ফি ১৩৮০০ টাকা।
ই পাসপোর্ট ফি কত টাকা
আপনার ই পাসপোর্ট ফি কত টাকা হবে তা নির্ভর করে তিনটি বিষয়ের উপর। প্রথমত পাসপোর্ট এর মেয়াদ তারপর পাসপোর্ট এর পৃষ্ঠা সংখ্যা সবচেয়ে ডেলিভারির ধরন।
ডেলিভারির ধরন, পৃষ্ঠা সংখ্যা এবং মেয়াদের উপর ভিত্তি করে এই পাসপোর্টটি কত টাকা তার একটি তালিকা তৈরি করা হলো। পাসপোর্ট ফি জমা দেওয়ার পূর্বে পাসপোর্ট করতে যে সকল ডকুমেন্টস প্রয়োজন তা প্রস্তুত করে রাখা উত্তম।
মেয়াদ | পৃষ্ঠা সংখ্যা | Regular | Express | Super Express |
---|---|---|---|---|
৫ বছর | ৪৮ পৃষ্ঠা | ৪০২৫ টাকা | ৬৩২৫ টাকা | ৮৬২৫ টাকা |
৬৪ পৃষ্ঠা | ৬৩২৫ টাকা | ৮৬২৫ টাকা | ১২০৭৫ টাকা | |
১০ বছর | ৪৮ পৃষ্ঠা | ৫৭৫০ টাকা | ৮০৫০ টাকা | ১০৩৫০ টাকা |
৬৪ পৃষ্ঠা | ৮০৫০ টাকা | ১০৩৫০ টাকা | ১৩৮০০ টাকা |
NOC আছে এমন সরকারি চাকরিজীবী এবং অবসরপ্রাপ্ত (PLR) এর জন্য পাসপোর্ট ফিসে কিছুটা ব্যতিক্রম রয়েছে। তারা Regular Delivery ফি দিয়ে Express সেবা ভোগ করবে। আর যদি Express ডেলিবারির জন্য ফি পরিশোধ করে তা হলে পার-এক্সপ্রেস ডেলিভারিতে পাসপোর্ট হাতে পাবে।
আপনার পাসপোর্ট কবে হাতে পাবেন সেটি চেক করার জন্য e passport status check করুন। আবেদনে কোন সমস্যা হলেও পাসপোর্ট স্ট্যাটাস চেক করে জানতে পারবেন।
১০ বছর মেয়াদি পাসপোর্ট ফি কত
১০ বছর মেয়াদে পাসপোর্ট করার ক্ষেত্রে দুই ধরনের পাসপোর্টের অপশন রয়েছে। একটি হচ্ছে ৪৮ পৃষ্ঠার দশ বছরের মেয়েদের কোনটি হচ্ছে 64 পৃষ্ঠা ১০ বছর মেয়াদ।
১০ বছর মেয়াদ বিশিষ্ট ৪৮ পৃষ্ঠা ই পাসপোর্ট ফি হলো ৫৭৫০ টাকা (রেগুলার)। এবং এক্সপ্রেস ডেলিভারিতে এই পাসপোর্টটি করতে আপনাকে প্রদান করতে হবে ৮০৫০ টাকা।
১০ বছর মেয়াদী ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট রেগুলার ডেলিভারি পেতে ৮০৫০ টাকা এবং ইমারজেন্সি কারণে এক্সপ্রেস ডেলিভারি পেতে ১০৩৫০ টাকা লাগবে।
e-Passport fee for 48 pages and 5 years
- Regular delivery: TK 4,025
- Express delivery: TK 6,325
- Super Express delivery: TK 8,625
e-Passport fee for 48 pages and 10 years
- Regular delivery: TK 5,750
- Express delivery: TK 8,050
- Super Express delivery: TK 10,350
e-Passport fee for 64 pages and 5 years
- Regular delivery: TK 6,325
- Express delivery: TK 8,625
- Super Express delivery: TK 12,075
e-Passport fee for 64 pages and 10 years
- Regular delivery: TK 8,050
- Express delivery: TK 10,350
- Super Express delivery: TK 13,800
ই পাসপোর্ট ফি জমা ব্যাংকের মাধ্যমে
ব্যাংক চালান ফরম পূরণ করে পাসপোর্ট ফি জমা দেওয়া যায়। বর্তমানে প্রিমিয়ার ব্যাংক, ওয়ান ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক এবং ব্যাংক এশিয়া এই পাঁচটি ব্যাংকের মাধ্যমে e Passport fee প্রদান করা যাচ্ছে।
ব্যাংকের মাধ্যমে Passport Fee জমা দেয়ার জন্য পাসপোর্টের আবেদন সামারি এবং প্রয়োজনীয় টাকা সাথে নিয়ে ব্যাংকে চলে যান। তারপর নগদ অর্থ গ্রহন কাউন্টারে পাসপোর্ট ফি জমা দেয়ার ফরম নিন। অধিকাংশ ব্যাংকের করমকর্তা নিজেরাই পাসপোর্ট ফি এর চালান পূরণ করে থাকে।
টাকা পরিশোধ করে চালান কপি সংগ্রহ করুন। পাসপোর্টের জন্য ছবি এবং ফিঙ্গার প্রিন্ট দেয়ার সময় এই চালান কপি সাথে নিতে হবে।
কোন কোন ব্যাংকে ই পাসপোর্ট ফি জমা দেয়া যায়?
এখন পর্যন্ত পাঁচটি ব্যাংকের মাধ্যমে পাসপোর্টের ফি প্রদান করা যায়। ব্যাংকগুলো হচ্ছে-
- প্রিমিয়ার ব্যাংক
- ওয়ান ব্যাংক
- ট্রাস্ট ব্যাংক
- ঢাকা ব্যাংক এবং
- ব্যাংক এশিয়া
বিকাশের মাধ্যমে ই পাসপোর্ট ফি জমা দেওয়া যায়?
বিকাশের মাধ্যমে ই পাসপোর্ট ফি পরিশোধ করা যায়। এর জন্য পাসপোর্ট আবেদনের সময় পেমেন্ট সিস্টেম হিসেবে অনলাইন পেমেন্ট বাছাই করতে হয়। তারপর চালানো ওয়েবসাইটের মাধ্যমে বিকাশ মোবাইল ব্যাংকিং ব্যবহার করে পাসপোর্ট এর জমা দিতে হয়।
ই পাসপোর্ট করতে কত টাকা লাগে?
পাসপোর্ট এর ধরণের উপর ভিত্তি করে সর্বনিম্ন ৮০২৫ টাকা থেকে ১৩৮০০ টাকা পর্যন্ত ই পাসপোর্ট ফি ধার্য করা হয়েছে। উপরে তালিকা লক্ষ্য করলে এ সম্পর্কে স্পষ্ট বুঝতে পারবেন।
৫ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি কত?
৫ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার রেগুলার পাসপোর্ট করতে ৪০২৫টাকা ফি প্রয়োজন। আর পাঁচ বছর মেয়াদের ৬৪ পাতার রেগুলার ডেলিভারিতে পাসপোর্ট করতে ৬৩২৫ টাকা ফি জমা দিতে হবে। রেগুলার ডেলিভারি ছাড়া এক্সপ্রেস অথবা সুপার এক্সপ্রেস ডেলিভারির জন্য এর থেকে বেশি টাকা লাগে।
তথসুত্রঃ ইমিগ্রেশন ও পাসপোর্ট আধিদপ্তর
Uddinmeraj452@gmail
01833087092