nidbd.org একটি ইনফরমেটিভ ব্লগ অয়েবসাইট। আমরা সরকারি ও বেসরকারি অনলাইন সেবা সম্পর্কে সাধারন জনগণকে তথ্য ও পরামর্শ দিয়ে থাকি। নাগরিক ই সেবা এবং অনলাইন সেবা সম্পর্কে প্রত্যেক নাগরিককে স্পষ্ট ধারণা দেয়া এবং তা গ্রহনের জন্য প্রয়োজনীয় গাইড করার জন্য আমরা সর্বদা চেষ্টা করি।

বাংলাদেশের অনেক সরকারি সেবে অনলাইন ভিত্তিক করা হয়েছে। দুর্ভাগ্যবসত আমাদের দেশের একটি বড় জনগোষ্ঠীর অনলাইন ভিত্তিক সেবা সম্পর্কে তেমন ধারণা নেই। আমরা এই বিশাল জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছি। যাতে করে অনলাইন সেবাগুলো আরো সহজে উপস্থাপন করে সকলের জন্য আরো সহজ করা যায়।

এই সাইটে Bangladesh National Identity Card, Passport, e-Passport, Birth registration, Death registration, Driving licence সহ আরো বেশ কিছু অনলাইন ভিত্তিক নাগরিক সেবা নিয়ে কাজ করা হয়।

আমরা আমাদের তথ্যগুলো আফিসিয়াল নির্দেশনা আনুসারে এবং সবার বোঝার সুবিধের জন্য আমাদের মতো করে সহজভাবে উপস্থাপন করে থাকি। কখনো আমাদের দেয়া তথ্যের সাথে কোন প্রকার আমিল দেখতে পেলে, আমাদের জানাতে পারেন। বিষয়টি যাচাই বাছাই করে আপডেট করা হবে।

মনে রাখবেন nidbd.org কোন সকারি প্রতিষ্ঠান নয় বা কোন সকারি প্রতিস্থানের সাথে সম্পৃক্ত না। আমরা বেক্তিগত উদ্দেগে সরকারি ও বেসরকারি অনলাইন সেবা সম্পর্কে সাধারন জনগণকে তথ্য ও পরামর্শ দিয়ে থাকি।